Budh Gochar: আয়-ব্যায়ের হিসেব ঘেঁটে যেতে পারে এই রাশিগুলির, জুনে হিসেব কষে কাজ করুন

Budh Gochar: জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা নিজের সময় মতন ঘর পরিবর্তন করে বারো রাশির ওপরেই বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কখনোও নেতিবাচকও হতে পারে। বুধকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। এই গ্রহরা ঘর পরিবর্তন করে সকল রাশির উপরেই প্রভাব ফেলে।

Advertisement
আয়-ব্যায়ের হিসেব ঘেঁটে যেতে পারে এই রাশিগুলির, জুনে হিসেব কষে কাজ করুনআয়-ব্যায়ের হিসেব ঘেঁটে যেতে পারে এই রাশিগুলির, জুনে হিসেব কষে কাজ করুন
হাইলাইটস
  • বুধের গোচরে বিপাকে পড়তে চলেছে এই রাশি
  • ৩ রাশিকে সাবধানে থাকতে হবে

Budh Gochar: জুন মাসের ৭ তারিখ বুধ গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। এই সময় বারো রাশির উপরে প্রভাব ফেলে। তবে, বুধ ঘর পরিবর্তন করার কারণে কিছু রাশির ব্যক্তিদের অশুভ সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

আরও পড়ুনঃ  মঙ্গলের গোচর জীবনকে দূর্বিষহ করতে পারে এই ৪ রাশির, এখনই সাবধান হন

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা নিজের সময় মতন ঘর পরিবর্তন করে বারো রাশির ওপরেই বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কখনোও নেতিবাচকও হতে পারে। বুধকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। এই গ্রহরা ঘর পরিবর্তন করে সকল রাশির উপরেই প্রভাব ফেলে।

বৃষ (Taurus)

রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হবে। আপনারা যা চাইবেন তাই করতে পারবেন না। জীবনে শুধু লেগে থাকবে ব্যর্থতা। তাই আপনার ক্রমশ মানসিক চাপ বাড়তে থাকবে। কোনও কাজে সফলতা মিলবে না। আপনি আর্থিকভাবে খুব দুর্বল হয়ে পড়বেন। তাই যদি আপনি আপনার জন্মকুণ্ডলীতে বুধ গ্রহকে শক্তিশালী করতে চান তাহলে প্রত্যেকদিন ৪১ বার এই মন্ত্রটি 'ওম নরসিংহায় নমঃ’ জপ করুন।

মিথুন (Gemini)

রাশির রাশির ব্যক্তিদের অশুভ সময় শুরু হবে। বুধের ঘর পরিবর্তনের করার কারণে সময়টি খুব খারাপ যাবে। এই সময় আপনি কোন কাজেই সফলতা পাবেন না। শুধু তাই নয়, স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা আপনার লেগে থাকবে। আর্থিক দিকে খুব অসুবিধা হবে। পরিবারের সকলের সঙ্গে আপনার বিবাদ বাড়তে থাকবে।তাই আপনি যদি এই সময় সকল কাজে সাফল্য অর্জন করতে চান এবং আপনার জন্মকুণ্ডলী ২১ বার এই মন্ত্রটি 'ওম নমঃ শিবায়’ জপ করুন।

সিংহ (Leo)

বুধ ঘর পরিবর্তনের কারণে সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় আপনার ত্বকে নানান অসুবিধা হতে পারে। সর্দি কাশির মতন সমস্যা হতে পারে। এক কথায় আপনার শরীর খারাপ হবার সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে তেমন এগিয়ে যেতে পারবেন না। ব্যবসায় সফলতা মিলবে না। সর্বদাই আপনার অশান্তি লেগে থাকবে জীবনে। তাই প্রতিদিন বিষ্ণুর নাম নিন। তাহলে আপনার জীবনের সফলতা আসলেও আসতে পারে।

Advertisement


 

POST A COMMENT
Advertisement