Falharini Kali Lucky Zodiacs: ফলহারিণী অমাবস্যায় ৩ রাজযোগ, মায়ের কৃপায় কপাল খুলছে ৪ রাশির

Falharini Kali Blessing: বৃহস্পতিবার ফলহারিণী অমাবস্যায় দেবীকে পুজো করলে তিনি কর্মফল অনুযায়ী ফল দেন বলে লোকবিশ্বাস। তিনি প্রসন্ন হলে সমস্ত ব্যাধি, মানসিক ও শারীরিক সমস্যা থেকে মেলে মুক্তি। ফলহারিণী অমাবস্যায় তৈরি হয়েছে তিন-তিনটি রাজ যোগ।

Advertisement
ফলহারিণী অমাবস্যায় ৩ রাজযোগ, মায়ের কৃপায় কপাল খুলছে ৪ রাশির Falharini Kali Lucky Zodiac Signs
হাইলাইটস
  • বৃহস্পতিবার ফলহারিণী অমাবস্যা।
  • ৪ রাশির ভাগ্যোদয়।

জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে উদযাপিত হয় ফলহারিণী কালীপুজো। কাঙ্ক্ষিত ফল লাভের জন্য বিশেষ গুরুত্ব রয়েছে ফলহারিণী অমাবস্যার। তারাপীঠে তারাকে সাজানো হয় ফলের মালায়। বৃহস্পতিবার ফলহারিণী অমাবস্যায় দেবীকে পুজো করলে তিনি কর্মফল অনুযায়ী ফল দেন বলে লোকবিশ্বাস। তিনি প্রসন্ন হলে সমস্ত ব্যাধি, মানসিক ও শারীরিক সমস্যা থেকে মেলে মুক্তি। ফলহারিণী অমাবস্যায় তৈরি হয়েছে তিন-তিনটি রাজ যোগ। যার ফলে লাভবান হবেন ৪ রাশির জাতক-জাতিকারা।  

মিথুন- এই রাশির জাতক-জাতিকাদের হাতে আসতে চলেছে অর্থ। প্রভূত আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎসও তৈরি হতে পারে। যা আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে। অর্থ দিয়ে আপনি সমস্ত ইচ্ছা পূরণ করতে সক্ষম হবেন। চাকরিজীবীরা পদোন্নতি পাবেন। বেতন বৃদ্ধিও হতে পারে। দেবীর আশিসে শনিদেব সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে দেবেন। 

মেষ- এই সময়টা চাকরি ও ব্যবসার জন্য দুর্দান্ত। তিন রাজযোগে আপনার ভাগ্য চমকাবে। পরিশ্রমের ফল পাবেন আপনি। হাতে আসবে টাকা। অর্থের অভাব হবে না। প্রেম ও দাম্পত্য জীবন সুখের হবে। পরিবারের সদস্যদের সঙ্গে দারুণ সময় কাটাবেন। এই সময় বিনিয়োগের জন্য আদর্শ। দেবীর কৃপায় কেটে যাবে সমস্ত বাধাবিঘ্ন।

সিংহ- এই রাশির জাতক-জাতিকারা তিন রাজযোগে পাবেন বিরাট সুবিধা। দেবীর আশীর্বাদ পাবেন। আপনি সব কাজে সাফল্য পাবেন। অনুকূল সময় উপভোগ করবেন। ভাল খবর পেতে পারেন। এটা আপনার জন্য অনুকূল সময়। আর্থিকভাবে আপনি স্থিতিশীল থাকবেন। অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে। বাইরে কোথাও যেতে পারেন।

আরও পড়ুন- কৈলাস-দর্শন খুব কঠিন, জানুন যাত্রার কঠিন শর্তাবলী ও আবেদন কীভাবে?

কুম্ভ- কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর চলছে শনির সাড়ে সাতি। তবে ফলহারিণী অমাবস্যা থেকে এই রাশির জাতক-জাতিকাদের জন্য সুসময় শুরু হবে। কারণ শনি কুম্ভ রাশির অধিপতি। আপনি যে কঠোর পরিশ্রম করছেন তার ফল পাবেন। পরিশ্রম না করলে ফল মিলবে না। তাই যতই বাধা আসুক না কেন পরিশ্রম করে চলতে হবে। পেশাগত জীবনে আপসি সুফল পেতে শুরু করবেন। কুম্ভ রাশির ব্যবসায়ীরা লাভ দেখতে পাবেন। সময় আপনার অনুকূলে থাকবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement