Gajakeshari Rajyog 2026: গজকেশরী রাজযোগে জানুয়ারির শেষ সপ্তাহে ভাগ্যোদয় এই ৪ রাশির

Gajakesari Rajyog 2026: ১৭ জানুয়ারি রাত ১১টা ৪৫ মিনিট। ঠিক সেই মুহূর্তেই জ্যোতিষচক্রে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। চন্দ্র প্রবেশ করবে মিথুন রাশিতে। আর সেই সঙ্গেই তৈরি হবে এক বিরল ও বহুল চর্চিত যোগ; গজকেশরী রাজযোগ।

Advertisement
গজকেশরী রাজযোগে জানুয়ারির শেষ সপ্তাহে ভাগ্যোদয় এই ৪ রাশির এই দুই গ্রহের সংযোগকে তাই সৌভাগ্য, মানসিক শান্তি এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয় জ্যোতিষশাস্ত্রে।
হাইলাইটস
  • ঠিক সেই মুহূর্তেই জ্যোতিষচক্রে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে।
  • চন্দ্র প্রবেশ করবে মিথুন রাশিতে।
  • মানসিকতা, অনুভূতি ও আবেগের প্রতীক।

Gajakesari Rajyog 2026: ১৭ জানুয়ারি রাত ১১টা ৪৫ মিনিট। ঠিক সেই মুহূর্তেই জ্যোতিষচক্রে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। চন্দ্র প্রবেশ করবে মিথুন রাশিতে। আর সেই সঙ্গেই তৈরি হবে এক বিরল ও বহুল চর্চিত যোগ; গজকেশরী রাজযোগ। বিষয়টি এখানেই শেষ নয়। কারণ, এর আগেই মিথুন রাশিতে অবস্থান করছে সূর্য ও বৃহস্পতি। ফলে চন্দ্রের আগমনে সেখানে তৈরি হচ্ছে একটি ত্রিগ্রহী যোগ। এই যোগের প্রভাব থাকবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। জ্যোতিষমহলে এই সময়পর্বকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জ্যোতিষ মতে, চন্দ্র ও বৃহস্পতি যখন একই রাশিতে অথবা কেন্দ্রস্থানে; অর্থাৎ প্রথম, চতুর্থ, সপ্তম বা দশম ভাবে একত্রিত হয়, তখনই গঠিত হয় গজকেশরী রাজযোগ। চন্দ্র মানসিকতা, অনুভূতি ও আবেগের প্রতীক। অন্য দিকে বৃহস্পতি জ্ঞান, অর্থ, ন্যায় ও শুভফলের ধারক বলে মনে করা হয়। এই দুই গ্রহের সংযোগকে তাই সৌভাগ্য, মানসিক শান্তি এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয় জ্যোতিষশাস্ত্রে।

এ বার এই যোগের বিশেষত্ব আরও একটি কারণে। মিথুন রাশিতে শুধু চন্দ্র ও বৃহস্পতিই নয়, উপস্থিত রয়েছেন বুধ, শুক্র এবং সূর্যও। বুধ বুদ্ধি ও যুক্তির প্রতীক। শুক্র আরাম, ভোগ ও সৌন্দর্যের সঙ্গে যুক্ত। সূর্য আত্মবিশ্বাস ও নেতৃত্বের প্রতিফলন। ফলে এই সময় একাধিক গ্রহের সমাবেশে তৈরি হওয়া সংযোগটি এক অনন্য রূপ নিচ্ছে। জ্যোতিষীদের মতে, এই বিরল গ্রহযোগ চারটি রাশির জন্য বিশেষভাবে শুভ ফল বয়ে আনতে পারে।

বৃষ রাশি: এই যোগে সবচেয়ে বেশি লাভবান হতে পারে বৃষ রাশি। এই রাজযোগ বৃষ রাশির দ্বিতীয় ভাবকে সক্রিয় করবে। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা প্রবল। পুরনো লগ্নি থেকে অপ্রত্যাশিত মুনাফার যোগ রয়েছে। পাশাপাশি পারিবারিক শান্তি বজায় থাকবে। বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মানসিক ভারসাম্য ভালো থাকায় সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হবে বলেই ইঙ্গিত।

Advertisement

মিথুন রাশি: মিথুন রাশির ক্ষেত্রেও সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গজকেশরী যোগ গঠিত হচ্ছে মিথুনের প্রথম ভাবে। ব্যক্তিত্বে আসবে নতুন দীপ্তি। আত্মবিশ্বাস বাড়বে দ্বিগুণ। কর্মক্ষেত্রে উন্নতি, কাজের স্বীকৃতি এবং প্রশংসা মিলতে পারে। বিশেষ করে মিডিয়া, লেখালেখি ও শিক্ষাক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়কে কার্যত স্বর্ণযোগ বলা যেতে পারে। আর্থিক দিকেও উন্নতির ইঙ্গিত স্পষ্ট।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement