Gajakeshari Rajyog Rashifal: একই ঘরে চন্দ্র-বৃহস্পতি, ৩ রাশিকে মালামাল করতে পারে

Gajakeshari Rajyog Rashifal: জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যখন দুটি গ্রহ একটি রাশিতে থাকে তখন যুতি হয়। এই সময়ে অনেক যোগের সৃষ্টি হয়। কিছু যোগ অত্যন্ত শুভ হয় আবার কিছু যোগ অশুভও হয়। বলা হয়, চন্দ্র তিন দিন অন্তর অন্তর কিন্তু তার ঘর পরিবর্তন করে থাকে। একই ঘরে চন্দ্র-বৃহস্পতি, ৩ রাশিকে মালামাল করতে পারে। কোন রাশি জেনে নিন...

Advertisement
একই ঘরে চন্দ্র-বৃহস্পতি, ৩ রাশিকে মালামাল করতে পারেএকই ঘরে চন্দ্র-বৃহস্পতি, ৩ রাশিকে মালামাল করতে পারে
হাইলাইটস
  • একই ঘরে চন্দ্র-বৃহস্পতি
  • তৈরি হয়েছে গজকেশরী রাজযোগ
  • ৩ রাশিকে মালামাল করতে পারে

২৫ জানুয়ারি চন্দ্র ঘর পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করে ফেলেছে। এ সময় সেখানে আগে থেকেই উপস্থিত রয়েছে বৃহস্পতি। চন্দ্র ও বৃহস্পতির উপস্থিতির কারণে তৈরি হয়েছে 'গজকেশরী রাজ যোগ’। এই যোগের বিশেষ প্রভাবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর । দেখে নিন সেই রাশির মধ্যে কারা রয়েছেন। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যখন দুটি গ্রহ একটি রাশিতে থাকে তখন যুতি হয়। এই সময়ে অনেক যোগের সৃষ্টি হয়। কিছু যোগ অত্যন্ত শুভ হয় আবার কিছু যোগ অশুভও হয়। বলা হয়, চন্দ্র তিন দিন অন্তর অন্তর কিন্তু তার ঘর পরিবর্তন করে থাকে।

আরও পড়ুনঃ আপনার ভাল সময়ের সংকেত পাঠাচ্ছেন শনিদেব, উপেক্ষা করছেন না তো!

বৃষ (Taurus)

গজকেশরী রাজ যোগ অত্যন্ত শুভ যোগ। তাই এই যোগে বৃষ রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হয়েছে। এ সময় আপনারা কর্মজীবনের খুব উন্নতি লাভ করতে পারবেন। যারা বেকার তাদের সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ধন-সম্পত্তি আপনার আরও বাড়বে। ব্যবসায়ীদের জন্য খুব শুভ সময়। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন, আপনার সুখের হবে। এ সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনার খুব উন্নতি হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সকল কাজেও আপনি উন্নতি করতে পারবেন।

কর্কট (Cancer)

গজকেশরী রাজ যোগ রাজ্যের কারণে কর্কট রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু। এসময় আপনার নবম ঘরে প্রবেশ করতে চলেছে এই দুই গ্রহ। এই অবস্থায় আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন। রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু। যারা চাকরির পরীক্ষা দিতে চাইছে দিতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসা থেকে সকল কাজেই আপনি উন্নতি করতে পারবেন। অংশীদারি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

কন্যা (Virgo)

রাশি এই রাজ যোগের কারণে কন্যা রাশির শুভ সময় শুরু। এসময় আপনার মন যা চায় তাই করতে পারবেন। বিবাহিতদের জন্য শুভ সময়। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের পূর্ণ সহযোগিতা আপনি পাবেন। বিবাহিতদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এ সময় আপনার স্বামী, স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালই যাবে। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। আর্থিক দিকেও আপনি বেশ লাভবান হবেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement