শুরু হয়ে গেল গণেশ উৎসব। আগামী ৬ সেপ্টেম্বর অনন্ত চতুর্দশীর দিন গণেশের বিসর্জন। প্রতি বছরই ১০ দিনের এই উৎসব শুরু হয় ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে। এরপর শেষ দিন অর্থাৎ অনন্ত চতুর্দশীতে ধুমধাম করে হয় গণপতি বাপ্পার বিসর্জন।
জ্যোতিষ গণনা অনুযায়ী, বুধবার গণেশ চতুর্থীতে তৈরি হয়েছে বিরল মহাসংযোগ। প্রত্যেক রাশির উপরই থাকবে গণেশের কৃপা। মনে করা হয়, ভগবান গণেশের জন্মও বুধবার হয়েছিল। ফলে এই সংযোগ তৈরি হয়েছে ১০০ বছর পর।
এই যোগ ছাড়াও এদিন শুভ তিথিতে ধনযোগ, রাশি পরিবর্তন, লক্ষ্মী নায়ারণ যোগ, আদিত্য যোগ, গজকেশ্বরী যোগ এবং উভচারি যোগ তৈরি হয়েছে।
বৃষ: বৃষ রাশিতে এদিন পঞ্চম যোগে চন্দ্রের প্রবেশ ঘটবে। একইসঙ্গে গণেশ চতুর্থী অত্যন্ত শুভ মনে করা হচ্ছে এই রাশির জাতকদের জন্য। শুভ সংবাদ আসবে এঁদের জীবনে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ মিলবে।
মিথুন: গণেশ চতুর্থীতে এদিন মিথুন রাশির জাতকদের সুখ-সমৃদ্ধিলাভ হবে। গণেশের আশীর্বাদ পাবেন তাঁরা। আগামী ১০ দিন ব্যবসায় বাম্পার লাভ হবে। পয়সা রোজগারের জন্য এই সময়টা এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ।
কন্যা: কন্যা রাশিতে ধন যোগ তৈরি হয়েছে। গণপতি বাপ্পার আশীর্বাদে ব্যবসায় লাভ হবে। চাকরিতে পদোন্নতি হবে। আগামী ১০ দিনের মধ্যে জীবনে সুখবর আসতে চলেছে এঁদের।
মীন: মীন রাশির জাতকদের জীবনে আর্থিক অবস্থার উন্নতি হবে। কারণ ধনযোগ তৈরি হতে চলেছে এই রাশির। পার্টনারশিপ ব্যবসায় লাভ হবে। ছাত্র এবং কেরিয়ার শুরু করছেন যারা,তাদের অনেক লাভ হবে।