Zodiac: ভালবাসার মানুষ বা বন্ধুর জন্য কী শুভ? রাশি অনুযায়ী দিন এই উপহার

রাশি মেনে উপহার দিলে পোক্ত হবে সম্পর্ক। দু'জনের সম্পর্কের মাঝে বাধাবিঘ্ন থাকবে না। জেনে নিন কোন রাশিকে কী উপহার দেওয়া উচিত।

Advertisement
ভালবাসার মানুষ বা বন্ধুর জন্য কী শুভ? রাশি অনুযায়ী দিন এই উপহারকোন রাশিকে কী উপহার দেবেন?
হাইলাইটস
  • উপহার ভালবাসা বা সম্মানের বহিঃপ্রকাশ।
  • রাশি অনুযায়ী দিন উপহার।
  • পোক্ত হবে সম্পর্ক।

কাউকে ভালবাসি বা স্নেহ করি! তার বহিঃপ্রকাশও জরুরি। মাঝে মাঝে প্রিয়জনকে দেখাতে হয় কতটা ভালবাসি। সেই দেখানোর মাধ্যম উপহার। কারও প্রতি শ্রদ্ধা, ভালবাসা বা অনুভূতি প্রকাশের জন্য উপহার দেওয়া হয়। তবে উপহার দেওয়ার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকা উচিত। কারণ ভুল উপহার দিলে সম্পর্ক নষ্ট হতে পারে। উপযুক্ত উপহার সম্পর্ককে মজবুত করে। 

উপহার দেওয়ার সময় এই সতর্কতা অবলম্বন 

উপহারে প্রতিদিনের ব্যবহৃত জিনিস দেওয়া শুভ বলে বিবেচিত হয়। সাজসজ্জার জিনিস অন্তত দিতে পারেন। যাদের সঙ্গে আপনার সম্পর্ক খুব ঘনিষ্ঠ তাঁদের মেকআপ সামগ্রী এবং প্রসাধনী উপহার দিন। এক ব্যক্তির দেওয়া উপহার অন্য কাউকে দেওয়া উচিত নয়। প্রেমের ক্ষেত্রে কাঁচের জিনিস বা তাজমহল উপহার দেবেন না। প্রিয়জনকে দেবতাদের মূর্তিও উপহার দেবেন না।

উদ্দেশ্য অনুযায়ী উপহার

গুরুজন ও শিক্ষককে একটি কলম বা বই উপহার দিন। ভালবাসার মানুষের ক্ষেত্রে উপহার দেওয়া যেতে পারে সুগন্ধি, পোশাক বা ফুল। বিয়ে উপলক্ষ হলে জামাকাপড়, গৃহস্থালির জিনিসপত্র ও মিষ্টি দিন। সন্তান প্রাপ্তি উপলক্ষে রুপার বস্তু পারেন। স্বামী-স্ত্রীর ক্ষেত্রে উপহার হিসেবে ঘড়ি দেওয়া শ্রেয়। বন্ধুত্বের ক্ষেত্রে আপনি চকলেট বা গানবাজনার যন্ত্রাংশ দিতে পারেন। ভাঙা সম্পর্ক মেরামত করতে হলে দিন সুগন্ধযুক্ত মোমবাতি এবং ঘড়ি। 

আপনার রাশি অনুযায়ী কোন উপহারটি সঠিক?

- মেষ- সৌন্দর্য বা সুগন্ধি জিনিস
- বৃষ- মিষ্টি উপহার দিন
- মিথুন- নানা ধরনের মূর্তি
- কর্কট- বৈদ্যুতিন যন্ত্রাংশ 
- সিংহ - জুতো, বেল্ট বা পার্স
- কন্যা- কলম, বই, বাতি
- তুলা- চকোলেট, মিষ্টি, শরবত
- বৃশ্চিক- গয়না বা সুগন্ধি 
- ধনু- বাসন বা ইলেকট্রনিকের জিনিস
- মকর - রৌপ্য বস্তু, উজ্জ্বল বস্তু
- কুম্ভ- কাঠের জিনিস বা অলঙ্কার
- মীন - গাছপালা বা বই

আরও পড়ুন- ১০ বছর পর রামনবমীতে শুভ যোগ, জানুন বড় কাজ শুরু করার মুহূর্ত

Advertisement

 

POST A COMMENT
Advertisement