Grah Gochar 2025: ৫০০ বছর পর একসঙ্গে গুরু বক্রী ও শনি মার্গী, কোন কোন রাশির ধনপ্রাপ্তি?

নভেম্বর মাসে বক্রী হবে গুরু এবং মার্গী হবে শনি। এই দুই গ্রহের চাল পরিবর্তনে কয়েকটি রাশির জীবনে বিরাট বদল আসতে চলেছে। কারা রয়েছে সেই তালিকায়?

Advertisement
৫০০ বছর পর একসঙ্গে গুরু বক্রী ও শনি মার্গী, কোন কোন রাশির ধনপ্রাপ্তি? গ্রহ গোচর
হাইলাইটস
  • বক্রী হবে গুরু এবং মার্গী হবে শনি
  • কয়েকটি রাশির জীবনে বিরাট বদল আসতে চলেছে
  • কারা রয়েছে সেই তালিকায়?

বৈদিক জ্যোতিষের নজরে নভেম্বর মাসটি অত্যন্ত শুভ মনে করা হচ্ছে। এই নভেম্বর মাসেই একাধিক বড় গ্রহ নিজের চাল পরিবর্তন করবে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দেবগুরু বৃহস্পতি এবং দণ্ডাধিকারী শনিদেবের চাল বদল। দ্রিক পঞ্জিকা অনুসারে, ১১ নভেম্বর দেবগুরু বৃহস্পতি নিজের উচ্চ রাশি কর্কটে বক্রী হবেন এবং ২৮ নভেম্বর শনি মীন রাশিতে মার্গী হবেন। 

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শনি এবং দেবগুরু বৃহস্পতির চালের পরিবর্তন অত্যন্ত শুভ মনে করা হচ্ছে। নভেম্বর মাসে এই সংযোগ প্রায় ৫০০ বছর পর তৈরি হচ্ছে। ফলে শনির মার্গী হওয়া এবং দেবগুরু বৃহস্পতির বক্রী হওয়ার ফলে একাধিক রাশির জীবনে আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। 

কোন কোন রাশি রয়েছে তালিকায়?
মিথুন:গুরু বক্রী এবং শনি মার্গী হওয়ায় থেমে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। কোনও নতুন প্রজেক্ট বা ব্যবসা কিংবা প্রকল্পে কাজ করছেন যারা, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। লক্ষ্য পূরণ হওয়ার সুযোগ মিলবে মিথুন রাশির জাতকদের। যে কোনও নির্ণয় নেওয়ার ক্ষেত্রে এই সময়টা শুভ। চাকরিজীবীরা এই সময়ে অফিসের আধিকারিকদের থেকে সহায়তা পাবেন। প্রতিষ্ঠানে সমৃদ্ধি আসবে। 

মকর: মকর রাশির জাতকদের জন্য শনি মার্গী এবং গুরু বক্রী অত্যন্ত শুভ মনে করা হচ্ছে। এই সময়ে বিনিয়োগ এবং অর্থ উপার্জন, দুই ক্ষেত্রেই চোখে পড়ার মতো সাফল্য আসবে। ব্যবসায় স্থিরতা আসবে, দীর্ধ সময় আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ইতিবাচিক পরিণাম মিলবে যে কোনও কার্যক্ষেত্রে। পরিবারও আর্থিক পরিস্থিতি নিয়ে নিশ্চিন্ত হবে।

কুম্ভ:কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টা প্রগতির। গুরুর বক্রী চাল তাদের চিন্তা ভাবনা, বিচার বিবেচনার ক্ষমতা বাড়িয়ে দেবে। ভবিষ্যতের পরিকল্পনাগুলি আরও উন্নত ভাবে ভাবতে সহায়ক হবেন এই রাশির জাতকরা। অন্যদিকে, শনি মার্গী হওয়ায় এই রাশির জাতকরা নিজেদের পরিশ্রমের ফসল পাবেন। নতুন দিশা উন্মোচন হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। পদোন্নতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement