বৃহস্পতির উল্টো চালএই মুহূর্তে গুরু অতিচারি অবস্থায় কর্কট রাশিতে রয়েছে। ১১ নভেম্বর ২০২৫-এ গুরু বক্রী হবে। কর্কট রাশিতে গুরুর এই উল্টো চাল কিছু রাশির জন্য খুবই শুভ হবে আবার ৩ রাশির জন্য তা অশুভ প্রমাণিত হবে। এই রাশিদের পেশা ও ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দেবে। আগামী দিনে গুরুর অবস্থান খুব দ্রুত বদলাবে। ১১ নভেম্বর বক্রী হওয়া গুরু ৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত উল্টো অবস্থায় থাকবে। এরপর গুরু বক্রী অবস্থায় মিথুন রাশিতে প্রবেশ করবে এবং ২০২৬ সালে মিথুন রাশিতে গোচর করবে। এর মাঝে ১১ মার্চ ২০২৬ সালে গুরু মার্গী হবে। ১১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বৃহস্পতির এই উল্টো চাল ৩ রাশিকে অশুভ ফল দিতে চলেছে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য গুরুর বক্রী চাল সমস্যা নিয়ে আসবে। কেরিয়ারে চ্যালেঞ্জ ও মানসিক চাপের সম্মুখীন হবেন। অযথা খরচ বাড়তে পারে। হঠাৎ করে বড় কোনও খরচ সামনে চলে আসতে পারে।
তুলা রাশি
এই সময়টা তুলা রাশির জন্য একেবারেই শুভ বলা যাবে না। এই জাতক-জাতিকাদের আর্থিক মামলায় ও কেরিয়ারে সাবধান হওয়ার দরকার আছে। এই সময় নিজের মধ্যে থাকা খামতিগুলো খুঁজে বের করুন ও সেগুলো ঠিক করে নিন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির খরচ হঠাৎ করে বাড়বে। এরই সঙ্গে এমন সব সমস্যা আসবে যা কল্পনাও করেননি আপনি। এই সময় মন্দিরে যান এবং ভগবানকে স্মরণ করুন। কোনও ভুল কাজ এই সময় করবেন না।