Venus: লাক্সারিয়াস জীবন পেতে চান? শুক্রদেবকে এই ১০ উপায়ে সন্তুষ্ট করুন

Venus: নটি গ্রহের মধ্যে শুক্র একটি বিশেষ গ্রহ। জ্যোতিষ শাস্ত্রমতে শুক্রগ্রহ আমাদের রূপ, যৌবন, ভালবাসা, আকর্ষণ, সৌন্দর্য, সম্পর্ক, সামাজিক যোগাযোগ, অর্থ ও বিদ্যার সঙ্গে সম্পর্কযুক্ত।

Advertisement
লাক্সারিয়াস জীবন পেতে চান? শুক্রদেবকে এই ১০ উপায়ে সন্তুষ্ট করুন  এভাবে সন্তুষ্ট করুন শুক্রদেবকে
হাইলাইটস
  • নটি গ্রহের মধ্যে শুক্র একটি বিশেষ গ্রহ। জ্যোতিষ শাস্ত্রমতে শুক্রগ্রহ আমাদের রূপ, যৌবন, ভালবাসা, আকর্ষণ, সৌন্দর্য, সম্পর্ক, সামাজিক যোগাযোগ, অর্থ ও বিদ্যার সঙ্গে সম্পর্কযুক্ত

নটি গ্রহের মধ্যে শুক্র একটি বিশেষ গ্রহ। জ্যোতিষ শাস্ত্রমতে শুক্রগ্রহ আমাদের রূপ, যৌবন, ভালবাসা, আকর্ষণ, সৌন্দর্য, সম্পর্ক, সামাজিক যোগাযোগ, অর্থ ও বিদ্যার সঙ্গে সম্পর্কযুক্ত। রাশিচক্রে শুক্র গ্রহের অবস্থান যদি শুভ হয়, তা হলে জাতক-জাতিকা উজ্জ্বল বর্ণের, সুন্দর শরীর এবং আকর্ষণীয় চোখের অধিকারী হন। বিবাহিত জীবন সুখের হয় এবং সবরকম সুখের অধিকারী হয়ে থাকেন। যদি শুক্র দুর্বল হয়, তা হলে জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়।

কীভাবে শুক্র গ্রহকে সন্তুষ্ট করবেন আসুন জেনে নেওয়া যাক। 

-কখনও ছেঁড়া জামা কাপড় ব্যবহার করা যাবে না। ফ্যাশান হলেও ছেঁড়া ফাটা ডিজাইনের জামা কাপড় বর্জন করতে হবে। এতে শুক্রদেব অত্যন্ত ক্রুদ্ধ হন।

-বাড়িতে যে কোনও সাদা ফুলের গাছ লাগান এবং সাদা জামা কাপড় পরার চেষ্টা করুন।

-মন্দিরে সাদা কিছু দান করুন। 

-প্রতি শুক্রবার লক্ষ্মী দেবীকে সাদা ফুলের মালা দিয়ে উপবাস থেকে পুজো করতে হবে। 

-প্রতিদিন পারফিউম ব্যবহার করুন। 

-প্রতি শুক্রবার স্নানের জলে গোলাপ জল মিশিয়ে সেটি দিয়ে স্নান করুন, এতে শুক্র সন্তুষ্ট হয়। 

-সকালে কাজে বেরোনোর আগে কেশর এবং সাদা মিষ্টি খেয়ে বাইরে যান।

-স্ফটিক শুক্রকে আকর্ষণ করে। দরজায় স্ফটিক বল ঝুলিয়ে রাখতে পারেন। বা স্ফটিকের মালাও পরতে পারেন।

-শুক্রকে সন্তুষ্ট করতে সুইচ নম্বর ২৪ ব্যবহার করতে পারেন। কীভাবে করবেন? বিশেষজ্ঞরা বলে থাকেন, বাঁ হাতের চেটোয়, হাতের বুড়ো আঙুলের নিচের অংশে এই সংখ্যাটি লিখে দিন শুরু করতে পারেন। 

-এছাড়া শুক্রবার করে দুই হাতের চেটোয় শুদ্ধ ঘি লাগিয়ে হাতের চেটো দুটি ঘষতে পারেন। এতেও প্রসন্ন হন শুক্রদেব। 

 

POST A COMMENT
Advertisement