January Moon Rashifal: জানুয়ারিতে ৪ দিনের জন্য অস্ত যাবে চাঁদ, ৩ রাশির পোয়াবারো

January Moon Rashifal: জানুয়ারিতে চার দিনের জন্য চন্দ্র অস্ত হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে দ্রুতগামী গ্রহ হিসেবে ধরা হয়। ২০২৬ সালের ১৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চন্দ্র অস্ত অবস্থায় থাকবে।

Advertisement
জানুয়ারিতে ৪ দিনের জন্য অস্ত যাবে চাঁদ, ৩ রাশির পোয়াবারো

২০২৬ সালের শুরুতেই আরেকটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা ঘটতে চলেছে। জানুয়ারিতে চার দিনের জন্য চন্দ্র অস্ত হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে দ্রুতগামী গ্রহ হিসেবে ধরা হয়। ২০২৬ সালের ১৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চন্দ্র অস্ত অবস্থায় থাকবে।

এই চন্দ্র অস্তের প্রভাব বিশেষভাবে অনুকূল হবে তিনটি রাশির জন্য, মেষ, তুলা ও কুম্ভ। এই সময় ভাগ্য সহায় হবে বলে মত জ্যোতিষীদের।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য চন্দ্র অস্ত অত্যন্ত শুভ। দীর্ঘদিনের পারিবারিক বিবাদ মিটে যেতে পারে। সম্পর্কের উন্নতি হবে। সম্পত্তি সংক্রান্ত আলোচনা সফল হওয়ার যোগ রয়েছে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য এই সময় আর্থিক দিক থেকে ইতিবাচক। পুরনো শারীরিক সমস্যা থেকে স্বস্তি মিলতে পারে। পরিবারে ভুল বোঝাবুঝি দূর করার সুযোগ আসবে। অর্থনৈতিক অবস্থাও আগের তুলনায় মজবুত হবে।

কুম্ভ রাশি
চন্দ্র অস্তের চার দিন কুম্ভ রাশির জন্য অত্যন্ত লাভজনক। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো ঋণ শোধের সুযোগ আসবে। পাশাপাশি শারীরিক সমস্যার উপশম ও সম্পর্কের উন্নতির যোগ রয়েছে।

 

POST A COMMENT
Advertisement