Guru Gochar 2025: ১২ বছর পর বিরল যোগ, বৃশ্চিক সহ ৩ রাশির জীবন ঘুরবে

৯ জুলাইয়ের পর থেকেই বদল শুরু। প্রপার পজিশন তৈরি হবে অক্টোবর। আর সেই মাসেই ঘটবে বড় পরিবর্তন। দীর্ঘ ১২ বছর পর দেবগুরু বৃহস্পতি নিজের উচ্চ রাশি কর্কটে প্রবেশ করতে চলেছেন।

Advertisement
১২ বছর পর বিরল যোগ, বৃশ্চিক সহ ৩ রাশির জীবন ঘুরবে২০২৫-এ গুরু বৃহস্পতি সহায় ৩ রাশিতে
হাইলাইটস
  • ৯ জুলাইয়ের পর থেকেই বদল শুরু।

৯ জুলাইয়ের পর থেকেই বদল শুরু। প্রপার পজিশন তৈরি হবে অক্টোবর। আর সেই মাসেই ঘটবে বড় পরিবর্তন। দীর্ঘ ১২ বছর পর দেবগুরু বৃহস্পতি নিজের উচ্চ রাশি কর্কটে প্রবেশ করতে চলেছেন। বর্তমানে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছেন। তবে এ বছর তিনি ‘অতিচারী’ অবস্থায় মিথুনে প্রবেশ করেন, যার অর্থ তিনি স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত গতিতে এগোচ্ছেন। আগামী কয়েক বছর পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে।

২০২৫ সালের ৯ জুলাই মিথুন রাশিতে বৃহস্পতির উদয় হবে এবং অক্টোবর মাসে তিনি প্রবেশ করবেন কর্কট রাশিতে। বৃহস্পতি ধর্ম, জ্ঞান, সন্তান, বিয়ে এবং ভাগ্যের গ্রহ। ফলে বৃহস্পতি যদি তাঁর উচ্চ রাশিতে যান, তবে তা স্পষ্টতই কিছু রাশির জন্য দারুণ খবর। চলুন জেনে নেওয়া যাক, কাদের কপালে জুটছে সেই সুবর্ণ সুযোগ

তুলা রাশি

অক্টোবর মাসে বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করবেন, তুলা রাশির জাতকদের জন্য সেটা অত্যন্ত শুভ হবে। এই সময়ে বৃহস্পতি আপনার কর্মভাব বা দশম ঘরে প্রবেশ করবেন। এর প্রভাব পড়বে আপনার পেশা ও সম্মানে।

যাঁরা নতুন চাকরির সন্ধানে রয়েছেন, তাঁদের জন্য এই সময়টি নিয়ে আসতে পারে দারুণ কোনো প্রস্তাব। যাঁরা বহুদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন, তাঁদের সেই আশাও পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে বাধা আসলেও সেটি দ্রুত কেটে যাবে। পাশাপাশি ব্যবসায়িক লাভের সম্ভাবনাও থাকবে প্রবল। সমাজে আপনার মান-সম্মানও বাড়বে এই সময়ে।

বৃশ্চিক রাশি

বৃহস্পতির কর্কট রাশিতে গমনের ফলে বৃশ্চিক রাশির জাতকদের ভাগ্যোন্নতি হবে। 

এই রাশির জাতকরা দীর্ঘদিন ধরে যেসব কাজে চেষ্টা করেও সফল হচ্ছিলেন না, এবার সেই কাজগুলি সার্থক হতে পারে। পড়াশোনার ক্ষেত্রেও সময় খুব অনুকূল। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কাছে সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক সমর্থন পাবেন, যা আত্মবিশ্বাস বাড়াবে। ব্যবসায়িক যোগাযোগ বাড়তে পারে এবং নতুন কিছু শিখতে ও গড়ে তুলতে অনুপ্রেরণা পাবেন।

Advertisement

মীন রাশি

মীন রাশির জাতকদের জন্য বৃহস্পতির কর্কট রাশিতে গমন খুবই আশাব্যঞ্জক। এই সময় বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে অবস্থান করবেন। এই ঘর সন্তান, প্রেম এবং সৃজনশীলতার প্রতীক।

এই সময় আপনি সন্তানের দিক থেকে শুভ সংবাদ পেতে পারেন। হঠাৎ অর্থলাভেরও সম্ভাবনা প্রবল। প্রেমে সাফল্য আসবে। যাঁরা নতুন কিছু শুরু করতে চান, তাঁদের জন্য সময় অনুকূল। সম্মান ও পদোন্নতিরও আশা করা যায়। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।

মনে রাখবেন,

বৃহস্পতি ধর্ম, জ্ঞান, সন্তান, বিয়ে এবং ভাগ্যের গ্রহ। ফলে বৃহস্পতি গোচরে জাতক জাতিকাদের এই দিকগুলি স্ট্রং হবে। অর্থাৎ, পড়াশোনা করার মনযোগ পাবেন, বিয়ের চেষ্টা করলে ফল পাবেন। কিন্তু কেউ যদি ধরে নেন, ভাগ্য সহায়, পড়াশোনা না করলেও চলবে, সেক্ষেত্রে কিন্তু ফল পাবেন না। তাছাড়া জন্মছকের উপরেও এটি নির্ভর করে।

দ্রষ্টব্য: রাশি, জ্যোতিষ, ধর্ম সংক্রান্ত প্রতিবেদনগুলি লোকমতভিত্তিক। প্রকাশক-সম্পাদক এগুলির সত্যতা নিশ্চিত করে না।

POST A COMMENT
Advertisement