Kaam Trikon Rajyog 2025: আপনার জীবনে আসছে নতুন মোড়, ত্রিকোণ যোগে লাভবান ৩ রাশি

Kaam Trikon Rajyog 2025: চলতি বছর সেপ্টেম্বর ও অক্টোবরে এক বিরল যোগ তৈরি হতে চলেছে। বৃহস্পতি, রাহু ও মঙ্গল একইসঙ্গে ত্রিকোণে অবস্থান করবেন। এর ফলে কাম ত্রিকোণ রাজযোগ তৈরি হবে।

Advertisement
আপনার জীবনে আসছে নতুন মোড়, ত্রিকোণ যোগে লাভবান ৩ রাশিহঠাৎ ভাগ্যে বড় বদল এই ৩ রাশির।
হাইলাইটস
  • চলতি বছর সেপ্টেম্বর ও অক্টোবরে এক বিরল যোগ তৈরি হতে চলেছে।
  • বৃহস্পতি, রাহু ও মঙ্গল একইসঙ্গে ত্রিকোণে অবস্থান করবেন।
  • এর ফলে কাম ত্রিকোণ রাজযোগ তৈরি হবে।

Kaam Trikon Rajyog 2025: চলতি বছর সেপ্টেম্বর ও অক্টোবরে এক বিরল যোগ তৈরি হতে চলেছে। বৃহস্পতি, রাহু ও মঙ্গল একইসঙ্গে ত্রিকোণে অবস্থান করবেন। এর ফলে কাম ত্রিকোণ রাজযোগ তৈরি হবে। বিশেষজ্ঞদের মতে, এই যোগে বেশ কিছু রাশির জাতকদের জীবনে নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে। হঠাৎ অর্থলাভ থেকে শুরু করে চাকরি, ব্যবসা, বিয়ে কিংবা দীর্ঘদিনের ইচ্ছাপূরণ, একাধিক ক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত মিলতে পারে। এর ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভবান হবেন? সেই বিষয়ে বিস্তারিত জানব। তার আগে গ্রহদের অবস্থানের বিষয়ে একটু জেনে নেওয়া যাক। 

এই যোগে রাহু থাকবেন কুম্ভ রাশিতে, বৃহস্পতি মিথুনে এবং মঙ্গল তুলায়। ২৮ সেপ্টেম্বর মঙ্গল পূর্ণ শক্তি অর্জন করবেন। ২৭ অক্টোবর পর্যন্ত এই শুভযোগ কার্যকর থাকবে। এরপর মঙ্গল বৃশ্চিকে প্রবেশ করবেন। জ্যোতিষ মতে, যখন কোনও গ্রহ তৃতীয়, সপ্তম ও একাদশ ভবনে প্রভাব বিস্তার করে এবং সেই সময়ে গ্রহের মহাদশা বা অন্তর্দশা সক্রিয় থাকে, তখন বহু পুরনো ইচ্ছা পূরণের সুযোগ তৈরি হয়।

মকর রাশি
মকর রাশির জন্য এই সময় বিশেষ শুভ। মঙ্গল দশম ভবনে, বৃহস্পতি ষষ্ঠ ভবনে এবং রাহু দ্বিতীয় ভবনে অবস্থান করছেন। কর্মক্ষেত্রে উন্নতি, প্রতিযোগিতায় জয় এবং শিক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। বিদেশ সংক্রান্ত কাজেও মিলতে পারে ভালো ফল। রাহুর প্রভাবে হঠাৎ অর্থলাভ বা পৈতৃক সম্পত্তি থেকে আয় হতে পারে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। দীর্ঘদিনের সমস্যার সমাধান এবং আর্থিক সমৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য কাজ ত্রিকোণ যোগও বিশেষ ফলদায়ী হতে চলেছে। বৃহস্পতি থাকবেন দশম ভবনে, মঙ্গল দ্বিতীয় এবং রাহু ষষ্ঠ ভবনে। চাকরি ও সার্ভিস সেক্টরে মিলতে পারে সাফল্য। বিদেশি সংস্থা থেকে কাজের সুযোগ তৈরি হতে পারে। শিক্ষার্থী বা পরীক্ষার্থী জাতকদের জন্যও সময়টা অনুকূল। প্রপার্টি সংক্রান্ত ঝামেলা মিটে যেতে পারে বা নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাওয়ার স্বপ্নও বাস্তব হতে পারে।

Advertisement

ধনু রাশি
ধনু রাশির জাতকরা এই সময়ে হঠাৎ আর্থিক উন্নতি দেখতে পারেন। দীর্ঘদিন ধরে অর্থকষ্টে ভোগা জাতকদের স্বস্তি মিলতে পারে। রাহু থাকবেন পঞ্চম ভবনে, মঙ্গল একাদশে এবং বৃহস্পতি সপ্তম ভবনে। এর প্রভাবে চাকরি ও ব্যবসায় উন্নতি হতে পারে। চিকিৎসা বা প্রপার্টি সংক্রান্ত ক্ষেত্র থেকেও লাভের সুযোগ রয়েছে। বিদেশ সংক্রান্ত কাজেও ধন লাভের সম্ভাবনা প্রবল। পারিবারিক জীবনে আনন্দ ও শান্তি ফিরে আসতে পারে।

কাজ ত্রিকোণ রাজযোগের প্রভাবে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত বহু রাশির জাতকের জীবনে আসতে পারে ইতিবাচক পরিবর্তন। বিশেষত মকর, কন্যা এবং ধনু রাশির জাতকরা এই সময়ে ভাগ্যের বিশেষ সহায়তা পাবেন। জ্যোতিষীরা বলছেন, দীর্ঘদিনের আটকে থাকা কাজ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই দুই মাসকে জীবনের মোড় ঘোরানোর সময় হিসেবে মনে করা হচ্ছে।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement