
Ketu Gochar Rashi: বৈদিক জ্যোতিষশাস্ত্রে কেতু একটি ছায়া গ্রহ। বাস্তবে অস্তিত্ব না থাকলেও এর প্রভাব অত্যন্ত তীব্র বলে মনে করা হয়। কেতুর চলনে রাশিচক্রে নানা পরিবর্তন দেখা যায়। ২০২৬ সালের শুরুতেই কেতুর গতিতে উল্লেখযোগ্য বদল আসছে। জানুয়ারি মাসেই নিজের নক্ষত্র অবস্থান পরিবর্তন করবে এই গ্রহ।
কবে ও কোথায় বদলাচ্ছে কেতু
জ্যোতিষ মতে, ২৫ জানুয়ারি ২০২৬ কেতু পূর্বফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় ঘর থেকে প্রথম ঘরে গমন করবে। এই অবস্থান মার্চ ২০২৬ পর্যন্ত বজায় থাকবে। সাধারণত কেতুকে নিষ্ঠুর গ্রহ বলা হলেও, এই বিশেষ গোচরে কয়েকটি রাশির জন্য সৌভাগ্যের দরজা খুলতে পারে।
বছরের শুরুতেই অপ্রত্যাশিত লাভ
এই নক্ষত্র পরিবর্তনের প্রভাবে ২০২৬ সালের একেবারে গোড়াতেই তিন রাশির জাতকরা হঠাৎ আর্থিক লাভ, কেরিয়ারে অগ্রগতি ও আটকে থাকা কাজের সমাধান পেতে পারেন বলে মত জ্যোতিষীদের।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য কেতুর নক্ষত্র পরিবর্তন শুভ ফল বয়ে আনবে। ব্যবসায় অগ্রগতি দেখা যাবে। চাকরিজীবীরা কাঙ্ক্ষিত পদোন্নতি পেতে পারেন। বেকারদের জন্য কাজের সুযোগ আসতে পারে। পারিবারিক সম্পত্তি থেকে লাভের যোগ রয়েছে। বাড়িতে সুখ-শান্তির পরিবেশ বজায় থাকবে। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। নতুন প্রকল্প শুরুর জন্য সময় অনুকূল।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জীবনে কেতুর এই পরিবর্তনে আসতে পারে আকস্মিক আর্থিক লাভ। নতুন যোগাযোগ তৈরি হবে, নেটওয়ার্কিং বাড়বে। কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ পেতে পারেন। একাধিক নতুন উৎস থেকে অর্থ আসতে পারে। তবে খরচের ক্ষেত্রে সংযমী হওয়া জরুরি। কাজের প্রয়োজনে দূরপাল্লার ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য কেতুর নক্ষত্র অবস্থান সাহস ও আত্মবিশ্বাস বাড়াবে। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে ভয় পাবেন না, আর তাতেই মিলতে পারে সাফল্য। পুরোনো আটকে থাকা কাজ সম্পন্ন হবে। কেরিয়ারে অগ্রগতির সম্ভাবনা জোরালো। সামাজিক ক্ষেত্রে সম্মান বাড়বে। পুরোনো ঋণ থেকে মুক্তি পাওয়ার পথও খুলতে পারে এই সময়।