Kojagari Lakshmi Puja Rashifal: কোজাগরী লক্ষ্মীপুজো থেকে ৩ রাশিতে ধনদেবীর কৃপা, ঘর ভরবে সম্পদে

লোকবিশ্বাস, এই রাতে চাঁদের কিরণ অমৃত সমান। কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী পৃথিবীতে আসেন। তাই এই দিনে তাঁকে পুজো করা হয়। পূর্ণিমার রাতে রীতি অনুযায়ী দেবী লক্ষ্মীর আরাধনা করলে গৃহ সর্বদা ধন-সম্পদে পরিপূর্ণ থাকে।

Advertisement
কোজাগরী লক্ষ্মীপুজো থেকে ৩ রাশিতে ধনদেবীর কৃপা, ঘর ভরবে সম্পদে লক্ষ্মীপুজোর রাশিফল।
হাইলাইটস
  • কোজাগরী পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আরাধনার দিন ২৮ অক্টোবর।
  • ৩ রাশির ভাগ্যোদয়।

হিন্দু ধর্মে  পূর্ণিমা এবং অমাবস্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশ্বিন মাসের পূর্ণিমা দিনটিকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এই দিনে কোজাগরী লক্ষ্মীপুজো উদযাপিত হয়। একে শারদ পূর্ণিমাও বলে। কোজাগরী পূর্ণিমার রাতে চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি থাকে। লোকবিশ্বাস, এই রাতে চাঁদের কিরণ অমৃত সমান। কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী পৃথিবীতে আসেন। তাই এই দিনে তাঁকে পুজো করা হয়। পূর্ণিমার রাতে রীতি অনুযায়ী দেবী লক্ষ্মীর আরাধনা করলে গৃহ সর্বদা ধন-সম্পদে পরিপূর্ণ থাকে। ওই দিন থেকে ভাগ্যোদয় ঘটতে চলেছে ৩ রাশির। 

কোজাগরী লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত- পঞ্জিকা অনুসারে, এই বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শুরু হবে ২৮ অক্টোবর শনিবার ভোর  ৪টে ১৭ মিনিটে। শেষ হবে পরের দিন ২৯ অক্টোবর রবিবার সকাল ১টা ৫৩ মিনিটে। উদয় তিথি এবং পূর্ণিমার চন্দ্রোদয়ের সময় অনুসারে ২৮ অক্টোবর কোজাগরী পূর্ণিমা। পূর্ণিমায় চন্দ্রোদয়ের সময় বিকেল ৫টা ২০ মিনিটে। কোজাগরী পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আরাধনার শুভ সময় ২৮ অক্টোবর রাত ৮টা ৫২ মিনিট থেকে ১০টা ২৯ মিনিট পর্যন্ত। যেখানে অমৃত রাতের মুহূর্ত রাত ১০টা ২৯ মিনিট থেকে ১২টা ৫ মিনিট পর্যন্ত।

মকর- কোজাগরী লক্ষ্মীপুজো আপনার জন্য লাকি হতে চলেছে। কারণ আপনার রাশির অধিপতি হলেন শনিদেব। সেই সময় রাহু-কেতুর অবস্থান বদল ঘটবে। আর রাহু-কেতু শনির বন্ধু গ্রহ। সেজন্য আপনি এই সময়ে অপ্রত্যাশিত আর্থিক লাভ করতে পারেন। গ্রহগুলির শুভ প্রভাবের কারণে ফাটকা বিনিয়োগ করে লাভবান হতে পারেন। এছাড়া আপনি আর্থিক সুবিধাও পাবেন। স্টক মার্কেট এবং লটারিতে অর্থ বিনিয়োগও করতে পারেন। এই সময়ে আপনি বকেয়া টাকা পেতে পারেন। সেই সঙ্গে পারিবারিক পরিবেশও হবে মনোরম।

কন্যা- কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল হবে কোজাগরী লক্ষ্মীপুজো। এই সময়ে ব্যবসায়ীরা ব্যবসায় ভালো লাভ করতে পারেন। আপনার আটকে থাকা কাজ এই সময়ে সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। আপনি জুনিয়র এবং সিনিয়রদের কাছ থেকে সমর্থন পাবেন। যাঁরা বেকার তাঁরা নতুন চাকরি পেতে পারেন। এই সময়ে আপনি যে কাজই করুন না কেন তাতে সাফল্য পাবেন। যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত তাঁদের পদপ্রাপ্তি হতে পারে। 

Advertisement

কুম্ভ- রাহু-কেতুর রাশি পরিবর্তন কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে পারে। এই সময়ে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি এই সময়ে অপ্রত্যাশিত অর্থ পাবেন। নিজের ব্যবসায় এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। আপনি কেরিয়ার সম্পর্কিত নতুন পরিকল্পনা করবেন। এই সময়ে আপনার স্ত্রীর উন্নতি হবে। আপনি কাজে সাফল্য অর্জন করবেন। এই সময়ে ফাটকা বিনিয়োগ থেকে বিশেষ সুবিধা পেতে পারেন।

POST A COMMENT
Advertisement