লক্ষ্মী নারায়ণ যোগLaxmi Narayan Yog 2025: জ্যোতিষশাস্ত্রে বুধ ও শুক্র, দু’টি গ্রহই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্র প্রেম, সৌন্দর্য ও আর্থিক স্বাচ্ছন্দ্যের কারক, আর বুধ জ্ঞান, বুদ্ধি ও বাকশক্তির প্রতীক। এই দুই গ্রহ একসঙ্গে এলে তৈরি হয় অত্যন্ত শুভ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ। চলতি বছরের ২০ ডিসেম্বর, শনিবার শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে। তার ঠিক পরেই ২৯ ডিসেম্বর ধনু রাশিতে আসবে বুধ। এই মিলনেই বছরের শেষে শুরু হবে লক্ষ্মী-নারায়ণ রাজযোগ।
এই রাজযোগের প্রভাবে সম্পদ, সমৃদ্ধি ও জ্ঞানে উন্নতির যোগ তৈরি হয়। কেরিয়ারে অগ্রগতি, ব্যবসায় লাভ, বিনিয়োগ থেকে মুনাফা ও পরীক্ষায় ভালো ফল। সব মিলিয়ে বছরের শেষটা দারুণ কাটতে পারে তিন রাশির জাতকদের। জেনে নিন কারা সেই সৌভাগ্যবান।
মেষ রাশি
লক্ষ্মী-নারায়ণ রাজযোগের প্রভাবে বছরের শেষে আর্থিক দিক থেকে দারুণ লাভের সুযোগ পাবেন মেষ রাশির জাতকরা। সৃজনশীল কাজে সাফল্য আসবে। ব্যক্তিত্বে আকর্ষণ বাড়বে, নতুন বন্ধুত্ব তৈরি হবে। ভালো বিয়ের প্রস্তাব পেতে পারেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। সমাজ ও কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে। কেরিয়ারে উন্নতির নতুন রাস্তা খুলে যাবে।
মকর রাশি
মকর রাশির জাতকদের সামনে খুলে যাবে অর্থ উপার্জনের নতুন দরজা। আয় দ্রুত বাড়তে পারে। নতুন বাড়ি, গাড়ি বা সোনা-রুপোর গয়না কেনার যোগ রয়েছে। আর্থিক সমৃদ্ধির একাধিক সুযোগ আসবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন এই সময়।
ধনু রাশি
বছরের শেষে লক্ষ্মী-নারায়ণ রাজযোগ ধনু রাশির জাতকদের জন্য বিশেষ শুভ। যে কাজে হাত দেবেন, সেখানেই সাফল্য আসবে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি কেটে গিয়ে সম্পর্ক আরও মধুর হবে। সঙ্গীত, শিল্প ও সাহিত্যে সাফল্য ও খ্যাতি বাড়তে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার সুযোগ মিলতে পারে। বিনিয়োগ থেকেও লাভের যোগ রয়েছে।