Laxmi Puja Rashifal: সোমবার কোজাগরী লক্ষ্মীপুজো। এদিনই পালিত হয় শারদ পূর্ণিমার ব্রতও। আশ্বিন মাসের পূর্ণিমা শারদ পূর্ণিমা নামে পরিচিত। গ্রহ ও নক্ষত্রের দৃষ্টিকোণ থেকে এই কোজাগরী তথা শারদ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শারদ পূর্ণিমা কোজাগরী নামে পরিচিত। এই সময় ১৬টি ধাপের পূর্ণতা লাভ করে চন্দ্র। শাস্ত্র মতে, এই রাতকে দেবী লক্ষ্মী ও চন্দ্র দেবতার পুজোর জন্য শুভ মনে করা হয়। এই সময় বিশেষ যোগে কিছু কিছু রাশির ভাগ্য খুলবে। মোট তিন রাশির দেখে নিন তালিকায় আপনি আছেন কি না।
মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শারদ পূর্ণিমা অত্যন্ত শুভ। এই সময় আটকে থাকা অর্থ পূনরুদ্ধার হতে পারে। এই সময় আর্থিক অবস্থা হবে শক্তিশালী। এই সময় ব্যবসায় লাভবান হতে পারেন। পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পারে। সেই সঙ্গে এই সময় নতুন উদ্যোগ শুরু করার জন্য শুভ সময়।
মিথুন রাশি
এই সময়টা মিথুন রাশির জন্য শুভ সময়। এই সময় এনার্জি বাড়বে। এই সময় আপনি পড়াশোনায় মন দিন। এই সময় অবিবাহিত ব্যক্তিদের বিয়ের প্রস্তাব আসতে পারে। এই সময় স্বাস্থ্যের উন্নতি হবে। মন প্রফুল্ল থাকবে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শারদ পূর্ণিমা অত্যন্ত শুভ। এই সময় পদোন্নতি হতে পারে চাকরিতে। পেতে পারেন নতুন কাজের দায়িত্ব। এই সময় ব্যবসায় অপ্রত্যাশিত লাভ হবে। এই সময় আনন্দের পরিবেশ থাকবে বাড়িতে। এই সময় দেবীর আশীর্বাদে সব কাজে আসবে সাফল্য।