Maa Kali zodiac signs: দেবী কালী মানেই শক্তির প্রতীক। ভয়, অশুভ আর অন্ধকারের বিনাশিনী। যাঁর জীবনে দেবীর আশীর্বাদ থাকে, তাঁরা জীবনের সব বাধাই সহজে অতিক্রম করেন। জ্যোতিষ মতে, গুরুগ্রহের অবস্থানের কারণে নির্দিষ্ট কিছু কয়েকটি রাশির জাতকদের উপর মা কালীর আশীর্বাদ বিশেষ কার্যকর হয়। নিয়মিত কালীপুজো করলে তাঁরা শুভ ফল পান। আসুন, দেখা যাক, কোন চার রাশি মা কালীর প্রিয়।
মেষ রাশি (Aries)
মেষ রাশির জাতকরা আগুনের মতো তেজি। লড়াই করতে জানেন, হাল ছাড়েন না সহজে। মা কালীর শক্তি তাঁদের মধ্যে সবসময় থাকে। বাধা আসলে আরও শক্ত হয়ে ওঠেন। দেবীর আশীর্বাদে মেষ রাশির মানুষ জীবনের ঝুঁকি নিতে ভয় পান না। জীবনে বারবার ওঠা-নামা থাকলেও শেষ পর্যন্ত জিতে যান।
সিংহ রাশি (Leo)
সিংহ মানেই রাজসিক ভাব। আত্মবিশ্বাস, সাহস আর নেতৃত্ব; এই তিন গুণই তাঁদের মধ্যে স্পষ্ট। মা কালীর শক্তি তাঁদের অন্তরে স্থির থাকে। তাই ভয়, নিন্দা বা ব্যর্থতা; কিছুতেই পিছিয়ে যান না। মা কালীর কৃপায় সিংহ রাশির মানুষ অন্যদের অনুপ্রেরণা হয়ে ওঠেন। কর্মজীবনে যেমন সাফল্য পান, তেমনই ব্যক্তিজীবনেও থাকেন শক্ত মানসিকতায় ভরপুর।
বৃশ্চিক রাশি (Scorpio)
বৃশ্চিক রাশি গভীর ও রহস্যময়। তাঁদের মধ্যে যে তীব্র আবেগ আর দৃঢ়তা আছে, তা দেবী কালীর প্রতিফলন। মা কালী এই রাশির জাতকদের সাহসী ও নির্ভীক করে তোলেন। অন্যায় দেখলে চুপ থাকেন না কখনও। জীবনে যতই সমস্যা আসুক, তাঁরা নিজের অন্তরের শক্তিতে লড়াই করে যান। দেবীর কৃপায় বৃশ্চিক রাশির মানুষ অন্যদের থেকে আলাদা হয়ে ওঠেন।
মকর রাশি (Capricorn)
মকর রাশির জাতকেরা বাস্তববাদী, পরিশ্রমী ও স্থির মনোভাবের। তাঁদের ধৈর্য আর অধ্যবসায়ই তাঁদের সবচেয়ে বড় শক্তি। মা কালীর কৃপায় এঁরা জীবনের কঠিন পথেও ভেঙে পড়েন না। লক্ষ্য ঠিক করে তাতে পৌঁছোনোই তাঁদের নেশা। দেবীর আশীর্বাদে মকর রাশির মানুষ পরিণত, শক্তিশালী ও দায়িত্ববান হন।
মা কালী যাঁদের কৃপা করেন, তাঁদের জীবনে ভয় থাকে না। শক্তি, সাহস আর আত্মবিশ্বাস তাঁদের পথ দেখায়। তাই কালীপুজোর রাতে এই চার রাশি বিশেষভাবে দেবীর আরাধনা করলে জীবনে সুখ, শান্তি আর উন্নতি আসে বলে মনে করেন জ্যোতিষীরা। দেবীর নাম জপলেই নাকি দূর হয় সব অশুভ ছায়া। মা কালীর আশীর্বাদ থাকুক সকলের জীবনে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।