
শুরু হয়ে গিয়েছে জগদ্ধাত্রী পুজো। বুধবার, ২৯ অক্টোবর পালিত হচ্ছে অষ্টমী তিথি। মূলত নবমীর দিন এই পুজো উদযাপিত হলেও চন্দননগরে ৪ দিন ধরেই সাড়ম্বরে পূজিতা হন মা জগদ্ধাত্রী। আর এই বছর জগদ্ধাত্রী পুজোয় থাকছে বিশেষ মহাজাগতিক মিলন। জগদ্ধাত্রী অর্থাৎ ধরিত্রীর ধাত্রী বা পালনকর্ত্রী। তাঁর পুজোতে বৃশ্চিক রাশিতে মিলিত হয়েছে মঙ্গল ও বুধ। এই যোগের প্রভাবে তিন রাশির জাতকরা বিশেষ লাভবান হবেন।
জ্যোতিষশাস্ত্র বলছে, বুধ আগে থেকেই বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল। ২৭ অক্টোবর, মঙ্গলবার সেখানে প্রবেশ করেছে মঙ্গল। এর ফলে ঠিক জগদ্ধাত্রী পুজোর সময়েই মঙ্গল ও বুধের একটি বিশেষ মহাজাগতিক মিলন তৈরি হয়েছে। কোন কোন রাশি এই যোগের ফলে মালামাল হবেন?
বৃষ: মঙ্গল ও বুধের মহাজাগতিক মিলনে দারুণ লাভবান হবেন বৃষ রাশির জাতকরা। ভাগ্য এদের সহায় হবে। সমস্ত সমস্যার সমাধান হবে বলেই অনুমান। আর্থিক উন্নতি হওয়ার যোগ আছে। অফিসে সবার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। দাম্পত্য জীবন ভাল কাটবে।
মিথুন: মঙ্গল ও বুধের মহাজাগতিক যোগের ফলে জগদ্ধাত্রী পুজো থেকেই চোখে পড়ার মতো পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশির জাতকদের জীবনে। এই রাশির জাতকরা নতুন চাকরি পেতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির যোগ আছে। কোনও পুরোনো বন্ধু আপনার পেশাগত জীবনের জন্য বিশেষ লাভজনক প্রমাণিত হবেন। পরিবারে শান্তি থাকবে। বুদ্ধি খাটিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন এরা।
ধনু: মঙ্গল ও বুধের যোগের ফলে জগদ্ধাত্রী পুজোর সময় ব্যাঙ্ক ব্যালান্স ফুলে ফেঁপে উঠবে ধনু রাশির জাতকদের। আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকরি ও ব্যবসায় ভাল ফল পাওয়া যাবে। পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে। পার্টনারশিপের ব্যবসায় বড় উন্নতির যোগ রয়েছে। চাকরি ও ব্যবসায় ভালো ফল পাবেন। পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে। নতুন চাকরি পাওয়ারও সম্ভাবনা তৈরি হবে।