Mangal Gochar 2026: ১৭ জানুয়ারি থেকে ৫ রাশির জীবনে সেরা সময় শুরু, মঙ্গল গোচরে উন্নতি নিশ্চিত

১৬ জানুয়ারি মকর রাশিতে গোচর করছে মঙ্গল। আর নিজের উচ্চ রাশি মকরে প্রবেশ করার পরই রুচক রাজযোগ প্রভাবশালী হয়ে যাবে। এর ফলেই কিছু মানুষের জীবনে আসবে আচ্ছে দিন।

Advertisement
১৭ জানুয়ারি থেকে ৫ রাশির জীবনে সেরা সময় শুরু, মঙ্গল গোচরে উন্নতি নিশ্চিতমঙ্গল গোচর
হাইলাইটস
  • ১৬ জানুয়ারি মকর রাশিতে গোচর করছে মঙ্গল
  • উচ্চ রাশি মকরে প্রবেশ করার পরই রুচক রাজযোগ প্রভাবশালী হয়ে যাবে
  • এর ফলেই কিছু মানুষের জীবনে আসবে আচ্ছে দিন

১৬ জানুয়ারি মকর রাশিতে গোচর করছে মঙ্গল। আর নিজের উচ্চ রাশি মকরে প্রবেশ করার পরই রুচক রাজযোগ প্রভাবশালী হয়ে যাবে। এর ফলেই কিছু মানুষের জীবনে আসবে আচ্ছে দিন।

এই প্রসঙ্গে বলে রাখি, ১৬ জানুয়ারি ভোর ৪টে বেজে ২৭ মিনিটে মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে। এই সময় মঙ্গলের সঙ্গে সূর্য এবং শুক্র থাকবে মকর রাশিতে। যার ফলে তৈরি হবে ত্রিগ্রহী যোগ। আর সেই কারণেই ১৭ জানুয়ারি থেকে ৫ রাশির জীবনে বদল আসবে। এই সব রাশির জীবনে উন্নতি হবে নিশ্চিত। পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। তাই আসুন সেই ৫ রাশি সম্পর্ক জেনে নেওয়া যাক।

মেষ রাশি

এই সময় এনার্জি থাকবে চরমে। যার জন্য দায়িত্ব বৃদ্ধি পাবে। সেই কারণে পেতে পারেন প্রোমোশনও। যাঁরা এই ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরাও এই সময় এগিয়ে যাবেন। নতুন আয়ের জায়গা তৈরি হবে। সরকারি কাজে ভাল পরিণাম পাবেন।

কর্কট রাশি

মঙ্গল গোচরের জন্য দারুণ কাটবে কর্কট রাশির। আপনারা পার্টনারশিপে লাভ পাবেন। এছাড়া নিজের লাভ লাইফের উন্নতি হবে। পাশাপাশি যাঁরা এতদিন সিঙ্গল ছিলেন, তাঁরা সঙ্গীর খোঁজ পেতে পারেন। সেই সঙ্গে জীবনে এগিয়ে যেতে পারেন। হাতে আসতে পারে টাকা।

কন্যা রাশি

এই সময় আত্মবিশ্বাস বাড়বে। সেই সঙ্গে বৃদ্ধি পাবে ফোকাস। যার ফলে একাধিক কাজে মিলবে সাফল্য। আপনার অর্থ ভাগ্য ফিরে যাবে। আর্থিক সমস্যা দূর হবে। এই সময় লিডারশিপ স্কিল সবার নজরে আসবে। চাকরি জীবনে এগিয়ে যেতে পারেন। তাই চিন্তার কিছু নেই।

বৃশ্চিক রাশি

মঙ্গলে গোচরে এগিয়ে যাবেন বৃশ্চিক রাশির জাতকেরা। এই সময় জীবন একটা নির্ণায়ক মোড় নেবে। পাশাপাশি আপনার সিদ্ধান্তও অনেকে মেনে নেবেন।

এ দিকে মার্কেটিং, সেলস, শিক্ষাকতা ও মিডিয়ার কাজে যাঁরা জড়িত, তাঁরা এগিয়ে যাবেন। পাশাপাশি ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভাল হবে। আপনি আত্মনির্ভর হয়ে উঠতে পারবেন।

Advertisement

মকর রাশি

ভাল দিন শুরু হয়ে যাবে মকর রাশির। রুচক রাজযোগের জন্য দারুণ কাটবে আপনাদের। এই সময় বাড়বে আত্মবিশ্বাস। শুধু তাই নয়, এই রাজযোগের জন্য সফল হবেন। হাতে আসবে টাকা। সামাজিক জীবনে এগিয়ে যাবেন।

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

POST A COMMENT
Advertisement