Mangal Gochar 2026: মঙ্গল গোচরে ৫ রাশি ৩০ দিন রাজা, বছরের শুরুতেই মালামাল

Mangal Gochar 2026: সাহস, বীরত্ব এবং পরাক্রমের গ্রহ মঙ্গল আবারও রাশিচক্রে গুরুত্বপূর্ণ অবস্থান নিতে চলেছে। জ্যোতিষ মতে, ২০২৬ সালের জানুয়ারির মাঝামাঝি থেকে মঙ্গল টানা প্রায় ৩০ দিন তুলা রাশিতে অবস্থান করবে।

Advertisement
মঙ্গল গোচরে ৫ রাশি ৩০ দিন রাজা, বছরের শুরুতেই মালামাল মূলত পাঁচ রাশির জীবনে শুভ সময় আসতে চলেছে।
হাইলাইটস
  • সাহস, বীরত্ব এবং পরাক্রমের গ্রহ মঙ্গল আবারও রাশিচক্রে গুরুত্বপূর্ণ অবস্থান নিতে চলেছে।
  • ২০২৬ সালের জানুয়ারির মাঝামাঝি থেকে মঙ্গল টানা প্রায় ৩০ দিন তুলা রাশিতে অবস্থান করবে।
  • শুক্রের রাশিতে মঙ্গলের এই অবস্থান শুধু একক কোনও গ্রহগতি নয়।

Mangal Gochar 2026: সাহস, বীরত্ব এবং পরাক্রমের গ্রহ মঙ্গল আবারও রাশিচক্রে গুরুত্বপূর্ণ অবস্থান নিতে চলেছে। জ্যোতিষ মতে, ২০২৬ সালের জানুয়ারির মাঝামাঝি থেকে মঙ্গল টানা প্রায় ৩০ দিন তুলা রাশিতে অবস্থান করবে। শুক্রের রাশিতে মঙ্গলের এই অবস্থান শুধু একক কোনও গ্রহগতি নয়। বরং এই সময়েই শনির সঙ্গে মঙ্গলের একটি সমাসপ্তক যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষীদের একাংশের মতে, এই গ্রহসংযোগের প্রভাব সরাসরি পড়তে চলেছে রাশিচক্রের একাধিক রাশির উপর। বিশেষ করে পাঁচটি রাশির জীবনে এই সময়টা শুভ ইঙ্গিত বহন করছে বলেই মত জ্যোতিষ মহলের।

মেষ: তুলা রাশিতে মঙ্গলের গমন শুরু হতেই মেষ রাশির জাতকদের জীবনে পরিবর্তনের হাওয়া। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি বদলের কথা ভাবছেন, তাঁদের জন্য এই সময়টা অনুকূল হতে পারে। নতুন জায়গায় কাজের সুযোগ বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও লাভের মুখ দেখার যোগ রয়েছে। তবে ব্যক্তিগত জীবনে, বিশেষ করে বিয়ে ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে।

বৃষ: মঙ্গলের এই গতি বৃষ রাশির জন্য সুখের সময় নিয়ে আসছে। প্রেম জীবনে নতুন জোয়ার আসতে পারে। সম্পর্কের মধ্যে আবেগ, ভালবাসা এবং কাছাকাছি আসার প্রবণতা বাড়বে। যেহেতু তুলা শুক্রের রাশি, তাই শুক্রের প্রভাব এই সময় বেশ শক্তিশালী থাকবে। তার ফলেই বিলাসিতার প্রতি ঝোঁক বাড়তে পারে। কেনাকাটা বা খরচের ক্ষেত্রে সংযম না রাখলে পরে চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই বুঝে শুনে খরচ করাই বুদ্ধিমানের।

কর্কট: এই রাশির জাতকদের জন্য মঙ্গলের এই অবস্থান কর্মজীবনে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যা বা অচলাবস্থা কাটতে পারে। নতুন সুযোগ তৈরি হতে পারে। কাজের সূত্রে ভ্রমণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না জ্যোতিষীরা। আর্থিক দিক থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি বিচার করে এগোনোর পরামর্শ থাকছে।

Advertisement

তুলা: মঙ্গল আগামী ৩০ দিন তুলা রাশিতেই অবস্থান করবে। ফলে তুলা রাশির জাতকদের ক্ষেত্রে এই সময় প্রভাব ও সম্মান বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে। সামাজিক ও পেশাগত ক্ষেত্রে পরিচিতি বাড়তে পারে। স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনাও রয়েছে। বিবাহিত জীবনে সুখের পরিবেশ বজায় থাকবে। তবে রাগ নিয়ন্ত্রণে রাখার বিষয়টি অত্যন্ত জরুরি। অতিরিক্ত আবেগ বা হঠকারী সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে।

ধনু: এই রাশির জাতকদের জন্যও এই সময়টা শুভ। বিশেষ করে যাঁরা প্রতিরক্ষা খাত, অর্থাৎ আর্মি বা পুলিশের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে। বৈদ্যুতিক সরঞ্জাম কেনার জন্য এই সময় অনুকূল বলে মনে করা হচ্ছে। ব্যবসায়িক দিক থেকেও কাজকর্ম জমজমাট হতে পারে। অপ্রত্যাশিত সুখ বা লাভের যোগও তৈরি হচ্ছে। অর্থযোগ ভালো থাকার ইঙ্গিত মিলছে।

তবে জ্যোতিষীদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন, রাশি সংক্রান্ত এই পূর্বাভাস জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলিকে কোনওভাবেই সম্পাদকীয় বিশ্লেষণ বা নিশ্চিত সুপারিশ হিসেবে দেখা উচিত নয়। বাস্তব জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত পরিস্থিতি ও বাস্তবতার দিকটিও সমান গুরুত্বপূর্ণ।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement