Mangal Gochar 2026: মঙ্গল ও শনির বিরল যোগ, ১৬ জানুয়ারি থেকে এই ৪ রাশির Golden Time শুরু

নতুন বছরের শুরুতেই বিরল গ্রহসংযোগ। Mangal Gochar 2026। আগামী 16 জানুয়ারি 2026, মকর রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই রাশিতেই মঙ্গল উচ্চস্থানে থাকে। ফলে প্রভাবও হয় সবচেয়ে বেশি

Advertisement
মঙ্গল ও শনির বিরল যোগ, ১৬ জানুয়ারি থেকে এই ৪ রাশির Golden Time শুরু শনি-ঘরে মঙ্গলের প্রবেশে চারটি রাশির জীবনে আসতে পারে তথাকথিত ‘গোল্ডেন টাইম’।
হাইলাইটস
  • নতুন বছরের শুরুতেই বিরল গ্রহসংযোগ, Mangal Gochar 2026।
  • আগামী 16 জানুয়ারি 2026, মকর রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল গ্রহ।
  • চারটি রাশির জীবনে আসতে পারে তথাকথিত ‘গোল্ডেন টাইম’।

নতুন বছরের শুরুতেই বিরল গ্রহসংযোগ। Mangal Gochar 2026। আগামী 16 জানুয়ারি 2026, মকর রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই রাশিতেই মঙ্গল উচ্চস্থানে থাকে। ফলে প্রভাবও হয় সবচেয়ে বেশি। অন্যদিকে, মকর রাশির অধিপতি শনি। কর্মফলদাতা শনি এবং গ্রহদের সেনাপতি মঙ্গলের এই যুগলবন্দি ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। জ্যোতিষবিদদের একাংশের মতে, বছরের শুরুতেই শনি-ঘরে মঙ্গলের প্রবেশে চারটি রাশির জীবনে আসতে পারে তথাকথিত ‘গোল্ডেন টাইম’।

জ্যোতিষে মঙ্গল সাহস, শক্তি ও উদ্যমের প্রতীক। শনি আবার বিচার ও কর্মফলের নিয়ামক। এই দুই গ্রহের সংযোগ মানে পরিশ্রমের সরাসরি ফল। বিশেষ করে যখন মঙ্গল নিজের উচ্চ রাশিতে অবস্থান করে, তখন সেই ফল আরও স্পষ্ট হয় বলে মত জ্যোতিষীদের। সেই সূত্রেই 2026 সালের শুরুতে এই গ্রহগোচরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রথমেই আসা যাক বৃষ রাশির কথায়। মঙ্গলের এই রাশি পরিবর্তন বৃষ রাশির জাতকদের জন্য একাধিক বড় সুযোগ এনে দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আসবে। ভাগ্যও সহায় হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা প্রবল। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি বা বাড়তি দায়িত্ব আসতে পারে। ব্যবসায় লাভ বাড়ার ইঙ্গিতও রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। সঞ্চয় বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি বিদেশযাত্রার যোগও তৈরি হতে পারে।

এর পরেই বৃশ্চিক রাশি। এই রাশির জাতকদের জন্য মঙ্গল গোচর আত্মবিশ্বাস ও সাহস বাড়াতে পারে। কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ মিলতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন আয়ের পথ খুলে যেতে পারে। যানবাহন বা সম্পত্তি কেনার যোগও দেখা যাচ্ছে। পারিবারিক দিক থেকেও স্বস্তির খবর। ভাইবোনদের সহযোগিতা মিলবে। সম্পর্ক মজবুত হওয়ার ইঙ্গিত।

ধনু রাশির ক্ষেত্রেও এই গোচর শুভ বলে ধরা হচ্ছে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল মিলতে পারে। আয় বাড়ার ইঙ্গিত স্পষ্ট। সন্তান সংক্রান্ত সুখবর আসতে পারে। প্রেমের সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে।

Advertisement

সবশেষে মকর রাশি। এই রাশির জাতকদের জন্য মঙ্গল গোচর বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ মঙ্গল সরাসরি এই রাশিতেই অবস্থান করবে। দীর্ঘদিন ধরে যাঁরা লড়াই করে চলেছেন, তাঁদের জন্য এই সময়কাল অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। অসমাপ্ত কাজ শেষ হবে। থমকে থাকা পরিকল্পনা গতি পাবে। জীবনে স্থায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে। পরিশ্রম ও শৃঙ্খলার পথে যাঁরা এগোচ্ছেন, তাঁদের জন্য এই সময় বিশেষভাবে লাভজনক হতে পারে।

সব মিলিয়ে, 16 জানুয়ারি 2026 থেকে শুরু হতে চলা এই মঙ্গল গোচর শুধু একটি জ্যোতিষীয় ঘটনা নয়। অনেকের জীবনে এটি হতে পারে মোড় ঘোরানোর সময়। যদিও জ্যোতিষবিদদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন, গ্রহের অনুকূলতা থাকলেও পরিশ্রমই শেষ কথা। তবু নতুন বছরের শুরুতে এই বিরল সংযোগ যে চার রাশির জীবনে আশার আলো জ্বালাচ্ছে, তা মানছেন প্রায় সকলেই।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement