Mangal Ketu Yuti 2025: সিংহে ‘কুজ কেতু’ যোগ, ৫ রাশির অর্থকষ্ট, সম্মানহানির আশঙ্কা

২০২৫ সালের ৭ জুন মঙ্গল গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। আগে থেকেই কেতু এই রাশিতে অবস্থান করছে। ফলে ওই দিন থেকে সিংহ রাশিতে মঙ্গল-কেতুর যুগলবন্দি বা ‘কুজ কেতু যোগ’ গঠিত হবে। বৈদিক জ্যোতিষ অনুযায়ী, মঙ্গল গ্রহ হল আগ্নি তত্ত্বের প্রতীক। আর কেতু হল ছায়া গ্রহ, যাকে মোক্ষ এবং বৈরাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়।

Advertisement
সিংহে ‘কুজ কেতু’ যোগ, ৫ রাশির অর্থকষ্ট, সম্মানহানির আশঙ্কা

২০২৫ সালের ৭ জুন মঙ্গল গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। আগে থেকেই কেতু এই রাশিতে অবস্থান করছে। ফলে ওই দিন থেকে সিংহ রাশিতে মঙ্গল-কেতুর যুগলবন্দি বা ‘কুজ কেতু যোগ’ গঠিত হবে। বৈদিক জ্যোতিষ অনুযায়ী, মঙ্গল গ্রহ হল আগ্নি তত্ত্বের প্রতীক। আর কেতু হল ছায়া গ্রহ, যাকে মোক্ষ এবং বৈরাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়।

মঙ্গল সাধারণত সাহস, শক্তি, পরাক্রম এবং কর্মশক্তির কারক। অন্যদিকে কেতু আধ্যাত্মিকতা, বিচ্ছিন্নতা এবং রহস্যের সঙ্গে যুক্ত। এই দুই গ্রহ যখন সূর্যের রাশি অর্থাৎ সিংহ রাশিতে একত্রে অবস্থান করবে, তখন তা হবে বেশ বিধ্বংসী। বিশেষত মেষ ও বৃষসহ মোট ৫টি রাশির জন্য এই সংযোগ দুঃখজনক প্রভাব ফেলতে পারে।

মেষ রাশি 

মঙ্গল-কেতুর যুগলবন্দি মেষ রাশির পঞ্চম ভাবে হচ্ছে। পঞ্চম ভাবে এই যুগলবন্দি শুভ নয়। উচ্চশিক্ষা নিয়ে সমস্যা হতে পারে। সন্তানের দিক থেকেও দুশ্চিন্তা থাকবে। প্রেমজ জীবনে ভারসাম্য বজায় রাখতে প্রচেষ্টা দরকার। অফিসে সহকর্মীদের থেকে খুব একটা সহায়তা পাবেন না। বন্ধুদের থেকেও প্রত্যাশিত সাহায্য মেলবে না। অনেক কাজ মাঝপথে থেমে যেতে পারে।

বৃষ রাশি 

বৃষ রাশির চতুর্থ ভাবে এই সংযোগ হচ্ছে। ফলে হঠাৎ করে মানসিক অস্থিরতা এবং পারিবারিক দূরত্ব তৈরি হতে পারে। শরীর খারাপ হতে পারে, বিশেষত হৃদয়জনিত সমস্যা। মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে। এমনকি তাঁর স্বাস্থ্যের কারণে আইনি জটিলতাও তৈরি হতে পারে। জমি-বাড়ি নিয়ে বিতর্ক, মামলা-মোকদ্দমার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি  

মঙ্গল-কেতুর সংযোগ কর্কট রাশির দ্বিতীয় ভাবে। এই সময় নিজের বক্তব্যে সংযম রাখা জরুরি। কথা বলার ধরন আক্রমণাত্মক হতে পারে, ফলে সামাজিক সম্মান ক্ষুণ্ণ হতে পারে। বিনিয়োগ করতে হলে খুব সতর্ক থাকতে হবে। না হলে টাকা আটকে যেতে পারে। কোনও অভিজ্ঞের পরামর্শ ছাড়া কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

সিংহ রাশি  

মঙ্গল-কেতুর যুগলবন্দি সিংহ রাশির প্রথম ঘরে। এতে স্বভাব আরও আক্রমণাত্মক হতে পারে। রাগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা। এতে সামাজিক অপমানও হতে পারে। বিবাহিত জীবনে সমস্যা বাড়বে। সঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। সম্পর্ক এতটাই খারাপ হতে পারে যে বিচ্ছেদের পরিস্থিতিও তৈরি হতে পারে। অফিসে মানসিক অশান্তি, অপমানের আশঙ্কা থাকবে। নিজের ভাষা ব্যবহারে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।

Advertisement

বৃশ্চিক রাশি 

এই সংযোগ বৃশ্চিক রাশির দশম ঘরে হচ্ছে। ফলে পেশাগত জীবনে কঠিন সময় আসতে পারে। তবে এই সংযোগ কিছু ক্ষেত্রে সাফল্যও দিতে পারে, তবে তা প্রচণ্ড পরিশ্রমের পর। বন্ধুদের সাহায্য কম পাবেন, কিন্তু নিজের পরিশ্রমেই আপনি কাজ শেষ করতে পারবেন।

৭ জুন শুরু হতে চলেছে মঙ্গল-কেতুর বিধ্বংসী যুগলবন্দি। বিশেষত মেষ, বৃষ, কর্কট, সিংহ ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা হতে পারে চ্যালেঞ্জিং। সতর্ক থাকা এবং প্রতিটি সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement