মার্চ কেরিয়ার রাশিফলশুরু হয়ে গিয়েছে মার্চ মাস। এটাই আর্থিক বছরের শেষ মাস। মার্চ মাসে একাধিক গ্রহের অবস্থান বদল ঘটতে চলেছে। এর মধ্যে অন্যতম শনির গোচর। ২৯ মার্চ শনিদেব যাবেন মীন রাশিতে। থাকবেন আড়াই বছর। এছাড়া মার্চে রয়েছে সূর্যগ্রহণও। মার্চ মাসের প্রথম দিন বৃষ রাশিতে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। মঙ্গল আছে মিথুন রাশিতে। কেতুর অবস্থান কন্যা রাশিতে। কুম্ভ রাশিতে রয়েছেন শনিদেব। ২৯ মার্চে কুম্ভ থেকে যাবেন মীনে। ওই একই রাশিতে অবস্থান সূর্যদেবেরও। ১৪ মার্চ পর্যন্ত থাকবেন। এর ফলে এ মাসে কেরিয়ারের দিক থেকে কার কেমন যাবে?
মেষ রাশি- মার্চে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে আপনার সাফল্যের যোগ নেই। গ্রহের অবস্থান ঠিক না হওয়ায় আপনি চাকরি বা ব্যবসায় ভাগ্যের সঙ্গ পাবেন না।
বৃষ রাশি- মার্চ মাসে এই রাশির জাতক-জাতিকাদের কর্মের ঘরে অবস্থান সূর্যের। তবে সূর্য অস্তমিত দশায় থাকায় আপনি ভালো ফল পাবেন না। উল্টে সতর্ক থাকবে হবে আপনাকে।
মিথুন রাশি- কেরিয়ারে রাহু, শুক্র এবং বুধের প্রভাব। আপনার কর্মের ঘরেও সুপ্রভাব। ফলে কেরিয়ারে এই মাসে ভালো ফল দেখতে পাবেন।
কর্কট রাশি- মার্চ মাসে কর্মক্ষেত্রে গ্রহের অবস্থান আপনাকে দেবে শুভ ফল। চাকরি ও ব্যবসায় করবেন উন্নতি।
সিংহ রাশি- কর্মের ঘরে অবস্থান বৃহস্পতি। সে কারণে এই মাসে আপনি কেরিয়ারে দারুণ ফল পাবেন। আপনি কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসী থাকবেন। পাবেন কাঙ্ক্ষিত ফল।
কন্যা রাশি- মার্চ মাসে কর্মক্ষেত্রে মঙ্গলের অবস্থান। দারুণ ফল পাবেন। আপনার কাজে লোকে প্রশংসা করবে। ব্যবসায় লাভবান হবেন। কেরিয়ারে সুসময়।
তুলা রাশি- চাকরি ও ব্যবসায় রাহুর দৃষ্টি আপনার উপরে। কেরিয়ারে মিশ্র ফল পাবেন। চাকরি ও ব্যবসায় মাঝামাঝি ফল।
বৃশ্চিক রাশি- কর্মের ঘরে শনির অবস্থান। মাসের শেষে রাহু। কেরিয়ারে আসবে নানা বাধা। কাঙ্ক্ষিত ফল পেতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। ব্যবসায় লোকসানের সম্ভাবনা।
ধনু রাশি- মার্চ মাসে কর্মের ঘরে কেতুর এবং বৃহস্পতির অবস্থানের কারণে আপনি পাবেন শুভ ফল। চাকরি ও ব্যবসায় উন্নতি করবেন।
মকর রাশি- কেরিয়ারে শুভ ফল লাভ পাবেন। বৃহস্পতিবার অবস্থানের কারণে আপনার চাকরি ও ব্যবসায় কাঙ্ক্ষিত ফল লাভ। সেই সঙ্গে সুযোগপ্রাপ্তি।
কুম্ভ রাশি- মার্চ মাসে বৃহস্পতির অবস্থানের কারণে শুভ ফল প্রাপ্তি। চাকরি ও ব্যবসায় আপনি পাবেন কাঙ্ক্ষিত ফল।
মীন রাশি- কর্মক্ষেত্রের সঙ্গে মঙ্গলের শুভ অবস্থান। সেই সঙ্গে শুক্রের নজর। আপনার কেরিয়ার চমকাবে মার্চ মাসে। পাবেন কাঙ্ক্ষিত ফল।