রাশিচক্রে এমন কিছু রাশি আছে, যাদের মানুষরা বাইরে থেকে খুব শান্ত, বন্ধুবৎসল মনে হলেও ভিতরে তারা অসাধারণ বুদ্ধিমান ও চতুর। নিজের কাজটি কীভাবে সহজে আদায় করতে হয়, সেটা এঁরা খুব ভালই জানেন। অনেক সময় এঁদের বুদ্ধি অন্যদের অবাক করে দেয়। তবে কিছু ক্ষেত্রে এই অতিরিক্ত চতুরতাই অন্যের মনে সন্দেহ বা অস্বস্তি তৈরি করে। জ্যোতিষ শাস্ত্র বলছে, এই চার রাশির মানুষদের সঙ্গে মিশতে গেলে একটু সতর্ক থাকাই ভাল।
মিথুন রাশি (Gemini)
মিথুন রাশির জাতক–জাতিকারা জন্মগতভাবে চটপটে এবং কৌশলী। কথার জাদুতে মানুষকে সহজেই নিজের পক্ষে টেনে নিতে পারেন এঁরা। এক মুহূর্তে সিদ্ধান্ত বদলানো বা পরিস্থিতি বুঝে পাল্টে যাওয়া এঁদের কাছে খুব স্বাভাবিক ব্যাপার। তাই অনেক সময় এঁদের বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। বন্ধুত্ব বা সম্পর্কের ক্ষেত্রে মিথুন রাশির মানুষদের কথা শুনে সিদ্ধান্ত নেওয়ার আগে দু’বার ভাবা উচিত।
কন্যা রাশি (Virgo)
কন্যা রাশির মানুষরা বিশ্লেষণধর্মী ও যুক্তিবাদী। যে কোনও পরিস্থিতি ঠান্ডা মাথায় বিচার করে এগোনো এঁদের স্বভাব। বাইরে থেকে খুব শান্ত ও ভদ্র দেখালেও ভিতরে তারা খুব হিসেবি। নিজের সুবিধে কোথায়, সেটা এঁরা খুব নিখুঁতভাবে বোঝেন। কাজে বা সম্পর্কে ছোটখাটো ভুল এঁরা সহজে ধরতে পারেন, আর সুযোগ পেলে সেটাকেই নিজের পক্ষে ব্যবহার করেন।
বৃশ্চিক রাশি (Scorpio)
বৃশ্চিক রাশির জাতকরা রহস্যময় স্বভাবের। কাউকে খুব সহজে নিজের মনের কথা বলেন না। কিন্তু আশপাশের সব কিছুই গভীরভাবে লক্ষ্য করেন। কখন কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, তা আগে থেকেই পরিকল্পনা করে রাখেন। এই কারণেই অনেকেই বৃশ্চিক রাশির মানুষদের ‘চতুর’ বলে মনে করেন। এঁরা শত্রুর মুখেও হাসতে পারেন, কিন্তু সময় এলে প্রতিশোধ নিতে কখনও পিছপা হন না।
মকর রাশি (Capricorn)
মকর রাশির মানুষরা কর্মঠ, উচ্চাভিলাষী এবং বাস্তববাদী। জীবনে সফল হওয়ার ইচ্ছেটা এতটাই প্রবল যে, প্রয়োজনে তারা নিজের আবেগও গোপন করে ফেলেন। বাইরে থেকে ঠান্ডা মেজাজের হলেও, ভিতরে চলতে থাকে নিরব পরিকল্পনা। অনেক সময় অন্যদের বুঝতেই দেন না, তাঁদের পরের পদক্ষেপ কী হতে চলেছে। ফলে এঁরা যেমন দক্ষ কৌশলী, তেমনই অনেকে এঁদের ‘চতুর’ বলেও মনে করেন।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।