October 2025 Money Horoscope: অক্টোবর দুর্দান্ত কাটবে এই রাশির জাতকদের, রইল আর্থিক রাশিফল

অক্টোবর ২০২৫ শুরুই হচ্ছে উৎসবের মরশুম দিয়ে। দুর্গাপুজো গেল। এবার লক্ষ্মীপুজো, ধনতেরাস, দীপাবলি, একের পর এক উৎসব আসতে চলেছে। জ্যোতিষশাস্ত্র বলছে, এই মাস অর্থনৈতিক দিক থেকে কয়েকটি রাশির জন্য বিশেষ শুভ হতে চলেছে। কারও হাতে আসতে পারে অপ্রত্যাশিত অর্থ, কারও বাড়বে ব্যবসায়িক সাফল্য।

Advertisement
অক্টোবর দুর্দান্ত কাটবে এই রাশির জাতকদের, রইল আর্থিক রাশিফলঅক্টোবর মাসের রাশিফল অনুযায়ী কোন কোন রাশি কপালে লক্ষ্মীলাভ?
হাইলাইটস
  • অক্টোবর ২০২৫ শুরুই হচ্ছে উৎসবের মরশুম দিয়ে।
  • লক্ষ্মীপুজো, ধনতেরাস, দীপাবলি, একের পর এক উৎসব আসতে চলেছে।
  • দেখে নেওয়া যাক, অক্টোবর মাসের রাশিফল অনুযায়ী কোন কোন রাশি কপালে ধনলাভের ইঙ্গিত।

অক্টোবর ২০২৫ শুরুই হচ্ছে উৎসবের মরশুম দিয়ে। দুর্গাপুজো গেল। এবার লক্ষ্মীপুজো, ধনতেরাস, দীপাবলি, একের পর এক উৎসব আসতে চলেছে। জ্যোতিষশাস্ত্র বলছে, এই মাস অর্থনৈতিক দিক থেকে কয়েকটি রাশির জন্য বিশেষ শুভ হতে চলেছে। কারও হাতে আসতে পারে অপ্রত্যাশিত অর্থ, কারও বাড়বে ব্যবসায়িক সাফল্য। দেখে নেওয়া যাক, অক্টোবর মাসের রাশিফল অনুযায়ী কোন কোন রাশি কপালে ধনলাভের ইঙ্গিত।

বৃষ রাশির অক্টোবর আর্থিক রাশিফল
বৃষ রাশির জাতকদের জন্য অক্টোবর মাস হবে আর্থিক স্থিতিশীলতার সময়। পুরনো বিনিয়োগ থেকে মিলতে পারে বড়সড় মুনাফা। জমি বা প্রপার্টি সংক্রান্ত কোনও চুক্তি আপনার পক্ষে আসবে। পরিবারের কাছ থেকেও অর্থনৈতিক সহযোগিতা পাবেন। আয় বাড়লেও খরচ নিয়ন্ত্রিত থাকবে।

কর্কট রাশির অক্টোবর আর্থিক রাশিফল
কর্কট রাশির জাতকদের হাতে আসবে মোটা অঙ্কের অর্থ। ব্যবসায়ীরা লাভে থাকবেন, চাকরিজীবীদের ক্ষেত্রে মিলতে পারে বোনাস বা বাড়তি আয়। হঠাৎ অর্থলাভের সম্ভাবনাও প্রবল। বিনিয়োগের ক্ষেত্রেও সময় অনুকূল।

সিংহ রাশির অক্টোবর আর্থিক রাশিফল
সিংহ রাশির জন্য ১৭ অক্টোবর পর্যন্ত সময় ধনলাভের। বহুদিনের বকেয়া অর্থ ফেরত আসতে পারে। তবে ১৭ তারিখের পর থেকে বাড়তে পারে খরচ। তাই বাজেট মেনে চলাই শ্রেয়। ব্যবসায় নতুন বিনিয়োগের আগে ভেবেচিন্তে পদক্ষেপ করুন।

তুলা রাশির অক্টোবর আর্থিক রাশিফল
তুলা রাশির জাতকদের জন্য ১৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সময়টি খুবই লাভজনক। বড় ব্যবসায়িক চুক্তি বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময় বিনিয়োগ করলে লাভ মিলবে। তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়ানো উচিত।

বৃশ্চিক রাশির অক্টোবর আর্থিক রাশিফল
বৃশ্চিক রাশির জন্য অক্টোবর মাস হবে মিশ্র ফলদায়ক। অর্থ আসবে, তবে খরচও বাড়বে। বাড়ি বা গাড়ি কেনার খরচ হতে পারে। ব্যবসায় মুনাফা মিললেও খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি।

মকর রাশির অক্টোবর আর্থিক রাশিফল
মকর রাশির জাতকদের জন্য এই মাস হবে অর্থনৈতিক উন্নতির সময়। ব্যবসায় মিলবে বড় লাভ, চাকরিজীবীদের জন্যও আসতে পারে বাড়তি আয়। বহুদিন ধরে আটকে থাকা কোনও আর্থিক কাজ এই মাসে সম্পূর্ণ হবে। বিনিয়োগের জন্যও সময় অনুকূল।

Advertisement

কুম্ভ রাশির অক্টোবর আর্থিক রাশিফল
কুম্ভ রাশির জাতকদের জন্য অক্টোবর মাস হবে অত্যন্ত শুভ। বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে বড়সড় চুক্তি, নতুন প্রকল্প এবং পুরনো অমীমাংসিত কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে হাতে আসবে মোটা অঙ্কের মুনাফা।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement