Parivartan Rajyog 2023: পরিবর্তন রাজযোগে ৩ রাশির কর্মে সাফল্য, যশ-অর্থ বৃদ্ধির যোগ

Parivartan Rajyog 2023: ডিসেম্বর মাসে ২৭ তারিখ মঙ্গল গ্রহ রাত ১১ টা ৪০ মিনিটে ধনু রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। এসময় মঙ্গল মকর রাশির দ্বাদশ ঘরে থাকবে আর বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করবে। মঙ্গল, বৃহস্পতির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আর এই গুরু গ্রহ এবং মঙ্গলের কারণেই তৈরি হবে 'পরিবর্তন রাজযোগ’। আর্থিক দিকে লাভ হয় এই রাশির ব্যক্তিদের, জীবনে সাফল্যেও লেগে থাকবে তাঁদের।

Advertisement
পরিবর্তন রাজযোগে ৩ রাশির কর্মে সাফল্য, যশ-অর্থ বৃদ্ধির যোগপরিবর্তন রাজযোগে ৩ রাশির ফায়দা

Parivartan Rajyog 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতন স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। আবার বিভিন্ন গ্রহ গোচরের মাধ্যমেই তৈরি হয় নানান রকম রাজযোগ, যোগের প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের উপর। সেটি কারোর জীবনে ইতিবাচক হতে পারে, আবার কারোর জীবনে নেতিবাচকও হতে পারে।

ডিসেম্বর মাসে ২৭ তারিখ মঙ্গল গ্রহ রাত ১১ টা ৪০ মিনিটে ধনু রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। এসময় মঙ্গল মকর রাশির দ্বাদশ ঘরে থাকবে আর বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করবে। মঙ্গল, বৃহস্পতির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আর এই গুরু গ্রহ এবং মঙ্গলের কারণেই তৈরি হবে 'পরিবর্তন রাজযোগ’। আর্থিক দিকে লাভ হয় এই রাশির ব্যক্তিদের, জীবনে সাফল্যেও লেগে থাকবে তাঁদের।

কর্কট রাশি (Cancer)

পরিবর্তন রাজযোগের শুভ প্রভাব পড়বে কর্কট রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনি সকল কাজে এগিয়ে যাবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

মকর রাশি (Capricorn)

মকর রাশির (Capricorn) জাতক জাতিকাদের, আর্থিক দিকেও খুব লাভ হবে। তাছাড়া আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে আপনার। তাছাড়া আপনি যদি নতুন সম্পত্তি বিদেশে কিনতে চান কিনতে পারবেন, আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনি। নতুন বাড়ি, যানবাহন কেনার ইচ্ছা পূরণ হতে পারে আপনার। আয় ক্রমশ বাড়তে থাকবে।

কুম্ভ রাশি (Aquarius)

কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে পারবেন। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন আপনি। কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এমনকি সমাজে আপনার সম্মান ক্রমশ বৃদ্ধি হতে থাকবে। এসময় যারা রাজনীতি করছেন তাদের নাম, যশ, খ্যাতি ক্রমশ বাড়তে থাকবে। তবে অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন। সমাজে ক্রমশ সম্মান বাড়তে থাকবে আপনার, কাজের প্রশংসা পাবেন। আপনার বেতন ক্রমশ বাড়তে থাকবে। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। পরিবারের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement