Parivartini Ekadashi 2025: আজ পাশ ফিরবেন নিদ্রামগ্ন বিষ্ণু, এই রাশির রাজনীতিবিদ পাবেন বড় পদ

আজ পরিবর্তিনী একাদশী। নিদ্রামগ্ন ভগবান বিষ্ণ আজ পাশ ফিরবেন। আর তার জন্য বিরাট বদল আসবে ৩ রাশির জীবনে। রাজনীতিবিদের জীবনে বড় পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন রাশির উপর ভগবান বিষ্ণুর আশীর্বাদ?

Advertisement
আজ পাশ ফিরবেন নিদ্রামগ্ন বিষ্ণু, এই রাশির রাজনীতিবিদ পাবেন বড় পদপরিবর্তিনী একাদশী
হাইলাইটস
  • পাশ ফিরে শোবেন ভগবান বিষ্ণু
  • পালিত হচ্ছে পরিবর্তনী একাদশী
  • কোন কোন রাশির উপর বিষ্ণুর আশীর্বাদ

আজ পাশ ফিরবেন শয়নরত ভগবান বিষ্ণু। আর তার প্রভাব থাকবে দিওয়ালি পর্যন্ত। চমকাবে ভাগ্য। কোন কোন রাশির কপালে রয়েছে এই সৌভাগ্য? 

৩ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার পালিত হবে পরিবর্তিনী একাদশী। কথায় আছে, এই দিন শয়নরত ভগবান বিষ্ণু পাশ ফেরেন। দেবশয়নী একাদশীতে যোগনিদ্রায় চলে যান বিষ্ণু। দেবউঠনী একাদশীতে জাগেন। এর মধ্যে বিষ্ণু পরিবর্তনী একাদশীর দিন নিদ্রামগ্ন অবস্থাতেই পাশ ফিরে শোন। 

এবছর পরিবর্তিনী একাদশীতে আয়ুষ্মান এবং সৌভাগ্য যোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষ গণনা মতে, ভগবান বিষ্ণুর পাশ ফেরার কারণে ৩ রাশির উপর প্রভাব পড়বে বড়সড়। সেই প্রভাব থাকবে দিওয়ালি পর্যন্ত। ব্যাপক ভাবে লাভবান হবেন ৩ রাশির জাতকরা। 

কর্কট: পরিবর্তনী একাদশীতে ভগবান বিষ্ণু পাশ ফিরে শোন। এর প্রভাবে কর্কট রাশির জাতকরা আচমকাই জীবনে উন্নতি করতে শুরু করবেন। যারা ব্যবসায় লোকসানের মুখ দেখছিলেন, তারা এবার মুনাফা দেখবেন। খরচ কমবে ফলে আর্থিক স্থিতাবস্থা বজায় থাকবে। 

বৃশ্চিক: এই শুভ সময়ে বৃশ্চিক রাশির জাতকরা নেতৃত্ব দেওয়ার মতো গুণ অর্জন করবেন। যে কোনও পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার বিচারবুদ্ধি তৈরি হবে। রাজনীতিতে সক্রিয়দের জন্য এই সময়টা অত্যন্ত উত্তম। তাদের নেওয়া নীতি এবং পদক্ষেপ কার্যকর হবে। কোনও বড় পদ পেতে পারেন এই রাশির রাজনীতিবিদরা। 

ধনু: আগামী কয়েকটি মাস ধনু রাশির জাতকদের জন্য শুভ সময় প্রমাণিত হবে। ব্যবসা বৃদ্ধির জন্য দূরে যাত্রা করতে পারবেন এই রাশির জাতকরা। কোনও বড় ডিল ক্র্যাক করতে সক্ষম হবেন এরা। যাত্রা করলে তা শুভ হবে। বিদেশযাত্রার স্বপ্ন দেখে থাকলে শীঘ্রই আসতে চলেছে সুখবর। 

 

POST A COMMENT
Advertisement