প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয় পিতৃপক্ষ। আশ্বিন মাসের অমাবস্যা তিথি পর্যন্ত ১৫ দিন ধরে পালিত হয় পিতৃপক্ষ। আর এই পিতৃপক্ষের অবসান শেষে শুরু হয় দেবীপক্ষ। এবছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথি ছিল ৭ সেপ্টেম্বর, রবিবার। বিরল চন্দ্রগ্রহণের মধ্যে দিয়ে শুরু হয়েছে এই পিতৃপক্ষ। আর শেষ হবে ২১ সেপ্টেম্বর মহালয়ার দিন। সেদিন আবার দেখা যাবে সূর্যগ্রহণ।
হিন্দু ধর্মে পিতৃপক্ষের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই সময় পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করলে তাঁদের আত্মা শান্তি পায় বলে বিশ্বাস করা হয়। বিশ্বাসে রয়েছে, এই সময়ে পূর্বপুরুষেরা তাঁদের উত্তরপুরুষদের হাত থেকে জলগ্রহণের জন্য মর্ত্যে নেমে আসেন।
আবার পিতৃপক্ষের এই ১৫ দিন পিতৃদোষের প্রভাবে অনেকের জীবনে ঘোর অন্ধকার নেমে আসে।
কোন কোন রাশির জীবনে কী প্রভাব?
> প্রথম রাশি মেষকে এই সময় ব্যক্তিগত জীবনে নানা অযাচিত সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু কোনও পরিস্থিতিতেই মাথা গরম করলে চলবে না। এই ১৫ দিন নিয়মিত কাকদের খাবার দিতে হবে এদের।
> বৃষ রাশির ব্যক্তিদের নিজের মনের কথার উপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে। পিতৃপক্ষের ১৫ দিন তাই একটু নিয়মমাফিক জীবন কাটাতে হবে।
> হাতে থাকা কাজ ফেলে রাখলে চলবে না মিথুন রাশির জাতকদের। পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য কিছু পুজো করলে ভাল।
> কর্কট রাশির জাতকদের কোনও কাজেই মন বসবে না। সম্পর্কে টালমাটাল সময় চলবে। মনকে শান্ত করতে নিয়মিত গরুকে খাবার দিতে পারলে ভাল হয়।
> পেশাক্ষেত্রে এই সময়টা সাফল্য অর্জন করবেন সিংহ রাশির জাতকরা। পূর্বপুরুষদের আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকবে।
> পেশাক্ষেত্রে কন্যা রাশির ব্যক্তিদের নানা সমস্যার মুখে পড়তে হতে পারে। শারীরিক দিক থেকেও নানা জটিলতায় ভোগার আশঙ্কা। খারাপ সময় কাটাতে ব্রাহ্মণ দম্পতিকে খাদ্যদ্রব্য ও পোশাক দান করতে হবে।
> তুলা রাশির জাতকদের পিতৃপক্ষে একটু ভেবেচিন্তে কথা বলতে হবে। বাড়তি পরিশ্রম করতে হতে পারে। সুফল পেতে এই ১৫ দিন সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের তলায় প্রদীপ জ্বালান।
> বৃশ্চিক রাশির ব্যক্তিদের মাথা ঠান্ডা রেখে চলতে হবে। না হলে কর্মক্ষেত্রে নানা জটিলতার মুখে পড়তে হতে পারে। কোনও নতুন সম্পর্ক শুরু করার জন্যও এই সময়টি উপযুক্ত নয়।
> আত্মবিশ্বাস ক্ষুণ্ণ হতে পারে ধনু রাশির জাতকদের। যে কোনও পশুকে খাবার খাওয়াতে পারেন।
> এই ১৫ দিন মকর রাশিকে নানা দিক থেকে বাধার সম্মুখীন হতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাইরের খাবার খাওয়া চলবে না।
> কুম্ভ রাশির জন্য পিতৃপক্ষের ১৫ দিন আশীর্বাদ হয়ে নেমে আসবে। গীতাপাঠ করলে ভাল ফল পাওয়া যাবে।
> কোনও কিছু শুরু করার জন্য পিতৃপক্ষের সময়টা মীন রাশির জন্য শুভ নয়। ল ফল পেতে এই ১৫ দিন সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালুন।