পিতৃপক্ষ হল আমাদের পূর্বপুরুষদের স্মরণ করে ও তাঁদের আত্মার শান্তির জন্য সমর্পিত করা এক গুরুত্বপূর্ণ পর্ব। এই বছর পিতৃপক্ষ ৭ সেপ্টেম্বরে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, এই বছরের পিতৃপক্ষ খুবই বিশেষ বলে মনে করা হচ্ছে। কারণ এই সময় দুটি বড় ভৌগোলিক ঘটনা ঘটতে চলেছে। আসলে এই বছর সূর্য ও চন্দ্রগ্রহণ একই মাসে হবে। তাই এটা খুবই বিশেষ বলে মনে করছে জ্যোর্তিবিজ্ঞানী ও জ্যোতিষ বিশেষজ্ঞরা।
কবে সূর্য ও চন্দ্রগ্রহণ
এই বছর চন্দ্রগ্রহণ হবে ৭ সেপ্টেম্বর আর সূর্যগ্রহণ হবে ২১ সেপ্টেম্বর। চন্দ্রগ্রহণ তখন হয়, যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে এসে পড়ে এবং চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে, সেই সময়কালকে চন্দ্রগ্রহণ বলা হয়। অপরদিকে, চন্দ্রমা সূর্য ও পৃথিবীর মাঝে এলে সূর্যের আলো আংশিক বা পূর্ণভাবে এসে পৌঁছায় না পৃথিবীতে। তখনই সূর্যগ্রহণ হয়। জ্যোতিষ মতে, পিতৃপক্ষে হওয়া এই দুই গ্রহণের সংযোগে কিছু রাশির সুবিধা হতে চলেছে। আসুন জেনে নিই সেই রাশি কারা।
মিথুন রাশি
পিতৃপক্ষে তৈরি হওয়া এই সংযোগ মিথুন রাশির জাতকদের জন্য সুখবর ও সফলতা নিয়ে আসবে। এদের এই সময় আর্থিক পরিস্থিতি মজবুত হবে। অর্থ আসার নতুন রাস্তা খুলে যাবে। পরিবারের আবহ ভাল থাকবে। অফিসের সহকর্মীদের পূর্ণ সঙ্গ মিলবে। স্বাস্থ্য ভাল থাকবে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য এই সংযোগ লাভদায়ক বলে মনে করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে চলা মানসিক অশান্তি শেষ হবে। কাজকর্ম ভাল হবে। ব্যবসা থেকে লাভ হবে। চাকরি ও ব্যবসা দুই ক্ষেত্রেই লাভবান হবেন। সঙ্গীর সঙ্গে ঝগড়া-অশান্তি মিটিয়ে সম্পর্কে মধুরতা বাড়বে।
মকর রাশি
এই সংযোগে মকর রাশির জাতকেরা পদোন্নতি পাবে। ব্যবসায় সুবিধা হবে। এই দুই গ্রহণের সময় আপনার সব প্রয়াস সফল হবে। প্রত্যেক ক্ষেত্রে উন্নতি পাবেন।