Vastu Tips: এই ৪ উপায়ে পান কুবের দেবের কৃপা, থাকবে না অর্থকষ্ট

Vastu Tips: শাস্ত্রে ধনের দেবী মা লক্ষ্মী ও অর্থের দেবতা কুবের দেবকে প্রসন্ন করার জন্য অনেক ধরনের উপায়ের কথা বলা হয়েছে। বিশ্বাস করা হয় যে যাদের ওপর মা লক্ষ্মী ও কুবের দেবের আশীর্বাদ থাকে, তাদের কখনও কোনও ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় না।

Advertisement
এই ৪ উপায়ে পান কুবের দেবের কৃপা, থাকবে না অর্থকষ্টকুবের দেব
হাইলাইটস
  • শাস্ত্রে ধনের দেবী মা লক্ষ্মী ও অর্থের দেবতা কুবের দেবকে প্রসন্ন করার জন্য অনেক ধরনের উপায়ের কথা বলা হয়েছে। বিশ্বাস করা হয় যে যাদের ওপর মা লক্ষ্মী ও কুবের দেবের আশীর্বাদ থাকে, তাদের কখনও কোনও ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় না।

শাস্ত্রে ধনের দেবী মা লক্ষ্মী ও অর্থের দেবতা কুবের দেবকে প্রসন্ন করার জন্য অনেক ধরনের উপায়ের কথা বলা হয়েছে। বিশ্বাস করা হয় যে যাদের ওপর মা লক্ষ্মী ও কুবের দেবের আশীর্বাদ থাকে, তাদের কখনও কোনও ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় না। বলা হয় যে ঘরের উত্তর দিশায় ধনের দেবতা কুবের বাস করে থাকেন। কুবেরের দয়ার দৃষ্টি যাদের ওপর পড়বে, তাদের কখনও টাকা-পয়সা সংক্রান্ত সমস্যা হবে না। তাই কুবের দেবকে প্রসন্ন করার জন্য কিছু উপায় মেনে চলুন। যেটা করলে ব্যক্তিকে অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হবে না। 

কুবের যন্ত্র লাগান
বাস্তু মতে, ঘরের উত্তর দিশায় কুবের দেবের বসবাস হয়ে থাকে। তাই এই দিশাকে বাস্তু দোষ থেকে মুক্ত রাখতে ঘরের উত্তর দিকের দেওয়ালে কুবের যন্ত্র লাগান। এর পাশাপাশি, গোমতী চক্রকে লাল রঙের কাপড়ে বেঁধে রাখলে শুভ ফল প্রাপ্তি হয়। 

উত্তর দিকে লকার
বাস্তু শাস্ত্র মতে, ঘরের লকার এমনভাবে রাখুন যাতে লকারের মুখ উত্তর দিশার দিকে খোলে। এই প্রতিকার করলে ভগবান কুবেরের আশীর্বাদ পাওয়া যায়। সেই সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়। 

ধাতুর কচ্ছপ
বাস্তু শাস্ত্রে ধাতুর কচ্ছপকে খুবই শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে বাড়ির উত্তর দিকে এটা রাখা খুবই শুভ। এই প্রতিকার করলে কুবের দেবের আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও, পরিবারের সদস্যদের আর্থিক বিকাশ হয়। এমনও বিশ্বাস করা হয় যে বাড়িতে বাস্তু কচ্ছপ রাখলে বাড়ির বাস্তু দোষ দূর হয়। 

অ্যাকোরিয়াম রাখুন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, যে বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ইতিবাচক শক্তি থাকে সেখানে দেব-দেবীরা বাস করেন। বাস্তু অনুসারে বাড়ির উত্তর দিকে অ্যাকোয়ারিয়াম রাখলে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে এবং কুবের দেবের আশীর্বাদ পাওয়া যায়।

   

Advertisement

POST A COMMENT
Advertisement