Rahu Gochar 2023 : নতুন বছরে রাহুর শুভ প্রভাব, ৩ রশির ভাগ্যদয়-বিপুল অর্থযোগ

আর কিছুদিন পরেই আসতে চলেছে ২০২৩ সাল। আর ২০২৩ সালে, রাহু নিজের স্থান পরিবর্তন করতে চলেছে, যা রাশিচক্রের প্রত্যেকটির জীবনে শুভ এবং অশুভ প্রভাব ফেলবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ৩০ অক্টোবর দুপুর সাড়ে বারোটা নাগাদ রাহু মেষ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। রাহুর এই মীনে প্রবেশের ফলে লভাবনা হতে চলেছেন বেশকিছু রাশির মানুষেরা। তাহলে চলুন জেনে নেওয়া যাক, রাহুর এই স্থান পরিবর্তনের (Rahu Gochar 2023) ফলে কোন কোন রাশির জাতিক জাতিকারা হতে চলেছেন বিশেষভাবে লাভবান।

Advertisement
নতুন বছরে রাহুর শুভ প্রভাব, ৩ রশির ভাগ্যদয়-বিপুল অর্থযোগপ্রতীকী ছবি
হাইলাইটস
  • আসছে ২০২৩ সাল
  • গোচর হবে রাহুর
  • ৩ রাশির জন্য হতে পারে শুভ

রাহুকে জ্যোতিষ শাস্ত্রে উপছায়া গ্রহ হিসাবে মনে করা হয়। উপছায়া গ্রহ হওয়ার পরেও রাশিচক্রে জাতক জাতিকাদের জীবনে রাহুর প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। আর কিছুদিন পরেই আসতে চলেছে ২০২৩ সাল। আর ২০২৩ সালে, রাহু নিজের স্থান পরিবর্তন করতে চলেছে, যা রাশিচক্রের প্রত্যেকটির জীবনে শুভ এবং অশুভ প্রভাব ফেলবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ৩০ অক্টোবর দুপুর সাড়ে বারোটা নাগাদ রাহু মেষ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। রাহুর এই মীনে প্রবেশের ফলে লভাবনা হতে চলেছেন বেশকিছু রাশির মানুষেরা। তাহলে চলুন জেনে নেওয়া যাক, রাহুর এই স্থান পরিবর্তনের (Rahu Gochar 2023) ফলে কোন কোন রাশির জাতিক জাতিকারা হতে চলেছেন বিশেষভাবে লাভবান।

মেষ রাশি (Aries) - জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাহুর মেষ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। রাহুর এই স্থান পরিবর্তন মেষ রাশির জাতকদের জন্য শুভ ও ফলদায়ক হতে চলেছে। এই রাশির মানুষেরা আর্থিক ক্ষেত্রে বিশেষভাবে সুবিধা পেতে পারেন। এই সময়ে অর্থনৈতিক অবস্থাও মজবুত হবে। আয় বৃদ্ধির পাশাপাশি চাকরিতেও অগ্রগতি হতে পারে। সমাজে বৃদ্ধি পেতে পারে সম্মান।

কর্কট রাশি (Cancer) - জ্যোতিষশাস্ত্র অনুসারে, নতুন বছরে রাহুর এই স্থান পরিবর্তন কর্কট রাশির জাতিক জাতিকাদের জন্যও হয়ে উঠতে পারে শুভ। লাভ হবে ব্যবসায়। আর শুধু তাই নয়, আপনি কোনও নতুন বাড়ি বা গাড়িও কিনতে পারেন। তবে সবক্ষেত্রেই প্রয়োজন ধৈর্য ও সংযম। রাহুর এই গোচরে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে।

মীন রাশি (Pisces) - ২০২৩ সালের অক্টোবরে রাহু মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। এই পরিস্থিতিতে মীন রাশির জাতকরাও বিশেষ সুবিধা পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময়ে ধার দেওয়া টাকাও ফেরত পেতে পারেন। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই রাশির জাতকরা কোনও সুখবর পেতে পারেন।
 

Advertisement

(Disclaimer : প্রতিবেদনটি সার্বিক গণনার ভিত্তিতে লেখা, ব্যক্তি বিশেষে ফলাফল ভিন্ন হতে পারে।)

আরও পড়ুন - রেশন কার্ডে পদবি 'কুত্তা', BDO-র সামনে ব্যক্তি আওয়াজ তুললেন ঘেউ ঘেউ

 

POST A COMMENT
Advertisement