রাহুর নিজের নক্ষত্রে প্রবেশবৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহুক মায়াবি গ্রহ বলে মনে করা হয়। যেটি এক নিশ্চিত সময়ের পর রাহু রাশি ও নক্ষত্র পরিবর্তন করে। যার প্রভাব ১২টি রাশির জীবনের ওপর দেখতে পাওয়া যায়। ইতিমধ্যেই রাহু ২৩ নভেম্বর ২০২৫-এ শতভিষা নক্ষত্রে গোচর করে ফেলেছে। আর এই নক্ষত্রে ২ অগাস্ট ২০২৬ পর্যন্ত থাকবে। জ্যোতিষে রাহুকে রহস্যময় ও অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। আর এরকম অবস্থায় রাহুর নিজের নক্ষত্রে প্রবেশ খুবই বেশি প্রভাবশালী বলে মনে করা হচ্ছে। আগামী বছর রাহুর প্রভাবে কিছু রাশির অচ্ছে দিন আসতে চলেছে। আসুন জেনে নিন সেই রাশি কারা।
মকর রাশি
এই রাশির জাতকেরা আকস্মিক অর্থলাভ করবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। অপ্রত্যাশিত অর্থ, আটকে থাকা টাকা ফেরৎ পাওয়ার যোগ রয়েছে। পুরনো সম্পত্তি সংক্রান্ত অশান্তি মিটে যাবে। আর্থিক পরিস্থিতি দ্রুত গতিতে আরও ভাল হবে। অর্থ উপার্জনের আরও রাস্তা খুলে যাবে। পরিকল্পনাগুলিকে গোপন রাখুন তবেই সফল হতে পারবেন। রাহু আপনার কথাকে আরও শক্তিশালী করবে। যার দ্বারা আপনার প্রতি মানুষ আরও আকর্ষণ হবে।
তুলা রাশি
রাহুর নিজের নক্ষত্রে প্রবেশ এই রাশির জাতকদের বহু ক্ষেত্রে লাভ দেবে। এই রাশির জীবনে একাধিক অপ্রত্যাশিত লাভ হতে চলেছে। কেরিয়ারে পদোন্নতি যেমন হবে, বেতন বাড়ার সম্ভাবনাও রয়েছে। শিল্প, সৃজনশীলতা, মিডিয়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষেরা আরও লাভবান হবেন। চাকরিতে বড় সুযোগ আসবে।
কর্কট রাশি
রাহুর নক্ষত্র পরিবর্তন এই রাশির জাতকদের জন্য অনেক ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ নিয়ে আসবে। হঠাৎ করে চাকরি বদল, বাসস্থান বদল, কেরিয়ারে বড় মোড় আসা অথবা জীবনকে অন্য রকমভাবে ভাবা শুরু করতে পারেন আগামী বছর। অনেক সত্য সামনে আসবে। আধ্যাত্মিক দিকে ঝুঁকি বাড়ূবে। হঠাৎ করে অর্থ আসবে।