Chatugrahi Yog 2025: চার গ্রহের বিরল যোগে খুলতে চলেছে ভাগ্য, এই রাশির হাতে টাকা-সম্মান

মীন রাশিতে এখন একসঙ্গে অবস্থান করছে শুক্র, বুধ, শনি ও রাহু। ফলে মীন রাশিতে তৈরি হয়েছে এক বিরল চতুরগ্রহী যোগ। বৈদিক জ্যোতিষ অনুযায়ী এই যোগের প্রভাব ১২টি রাশির উপর পড়লেও বিশেষ ফল পাবে চারটি রাশি।

Advertisement
চার গ্রহের বিরল যোগে খুলতে চলেছে ভাগ্য, এই রাশির হাতে টাকা-সম্মানচতুগ্রহী যোগে সোনালী সময় শুরু এই ৩ রাশির জাতক জাতিকাদের

মীন রাশিতে এখন একসঙ্গে অবস্থান করছে শুক্র, বুধ, শনি ও রাহু। ফলে মীন রাশিতে তৈরি হয়েছে এক বিরল চতুরগ্রহী যোগ। বৈদিক জ্যোতিষ অনুযায়ী এই যোগের প্রভাব ১২টি রাশির উপর পড়লেও বিশেষ ফল পাবে চারটি রাশি। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবে এই গ্রহের সংযোগ। বিশেষ করে বৃষ, ধনু, মিথুন ও কুম্ভ রাশির জাতকদের জন্য সময়টা অত্যন্ত শুভ হতে পারে। মিলতে পারে বড় আর্থিক লাভ ও কাঙ্ক্ষিত সফলতা।

বৃষ রাশি
মীন রাশিতে তৈরি চতুরগ্রহী যোগ বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ প্রভাব আনতে চলেছে। ভাগ্যের সাপেক্ষে উন্নতি দেখা যাবে। আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি মিলতে পারে নতুন লাভজনক সুযোগ। ব্যবসা ও চাকরির জন্য সময়টা উপযুক্ত।

ধনু রাশি
এই সময় ধনু রাশির জাতকরা কাজের সঠিক ফল পাবেন। আগে যা সম্ভব হয়নি, এখন তা পূর্ণ হতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকরিতে মিলতে পারে নতুন দায়িত্ব বা কাঙ্ক্ষিত স্থানান্তর। ব্যবসায় ভালো মুনাফা আসতে পারে। বিনিয়োগের দিক থেকে সময়টা উপযোগী।

মিথুন রাশি
মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী এই চতুরগ্রহী যোগ মিথুন রাশির জন্য খুবই শুভ। হঠাৎ কোনও বড় আর্থিক লাভ হতে পারে। চাকরিতে উন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে। কোনও নতুন প্রস্তাবও আসতে পারে। দাম্পত্য জীবনে থাকবে শান্তি, সমাজেও সম্মান বাড়বে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য আগামী কয়েকটা দিন অত্যন্ত লাভজনক হতে পারে। অর্থ উপার্জনের একাধিক সুযোগ আসবে। পুরনো কোনও বিনিয়োগ থেকে বড় রিটার্ন পাওয়া যেতে পারে। জমি বা সম্পত্তিতে বিনিয়োগের পরিকল্পনা থাকলে এটি উপযুক্ত সময়।

মোট কথা, মীন রাশিতে তৈরি বিরল গ্রহসংযোগে এই চারটি রাশির জাতকরা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বড় সুযোগ ও উন্নতির মুখ দেখতে পারেন। তাই এই সময়কে সঠিকভাবে কাজে লাগানো প্রয়োজন।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Advertisement

POST A COMMENT
Advertisement