Sawan Shiv Blessings Rashi: শ্রাবণে বিরলতম যোগ! শিবের আশীর্বাদে ৪ রাশির জীবন বদল

শ্রাবণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। ভক্তরা গোটা মাস জুড়ে ভগবান শিবের পুজো করেন। প্রতি বছরই এই মাসের একটা মাহাত্ম্য থাকে। তবে চলতি বছর শ্রাবণের সূচনাতেই একাধিক বিরল যোগ ঘটতে চলেছে।

Advertisement
শ্রাবণে বিরলতম যোগ! শিবের আশীর্বাদে ৪ রাশির জীবন বদলপাঁচ রাশির জাতক-জাতিকারা ভগবান শিবের আশীর্বাদে পাবেন।
হাইলাইটস
  • শ্রাবণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত।
  • বহু বছর পর, শ্রাবণের শুরুতেই একসঙ্গে প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ ও শিব যোগ হচ্ছে।
  • এই শুভ যোগগুলির প্রভাবে পাঁচটি রাশির জাতক-জাতিকারা ভগবান শিবের আশীর্বাদ পাবেন।

শ্রাবণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। ভক্তরা গোটা মাস জুড়ে ভগবান শিবের পুজো করেন। প্রতি বছরই এই মাসের একটা মাহাত্ম্য থাকে। তবে চলতি বছর শ্রাবণের সূচনাতেই একাধিক বিরল যোগ ঘটতে চলেছে। বহু বছর পর, শ্রাবণের শুরুতেই প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ ও শিব যোগ, তিনটিই একসঙ্গে ঘটছে।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, আষাঢ় মাসের পরে শ্রাবণ শুরু হয়। ২০২৫ সালে শ্রাবণ মাস শুরু হবে ১১ জুলাই থেকে। এ বছর এই মাসে একের পর এক গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা ঘটবে। যেমন— গুরু উদিত হবেন, শনি ও বুধ গ্রহ চলবেন বিপরীত দিকে, তৈরি হবে গজলক্ষ্মী রাজযোগ। ফলে শ্রাবণ মাস হয়ে উঠবে অতীব শুভ এবং ফলদায়ক।

বিশেষজ্ঞদের মতে, এই শুভ যোগগুলির প্রভাবে পাঁচটি রাশির জাতক-জাতিকারা ভগবান শিবের আশীর্বাদে উল্লেখযোগ্য সাফল্য পাবেন। আসুন দেখে নেওয়া যাক, কোন রাশির জন্য শ্রাবণ মাস হয়ে উঠবে সৌভাগ্যে পরিপূর্ণ—

বৃষ রাশি:
এই রাশির জাতক-জাতিকাদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত ফলপ্রদ হতে চলেছে। বহুদিনের অমীমাংসিত কাজ এ সময় সম্পূর্ণ হবে। আর্থিক স্থিতি মজবুত হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য আসতে পারে নতুন সুযোগ ও সম্ভাবনা।

মিথুন রাশি:
শ্রাবণ মাসে মিথুন রাশির জাতকদের ভাগ্যে জুটবে হঠাৎ অর্থলাভের সুযোগ। আর্থিক দিক থেকে এই মাস হতে চলেছে ইতিবাচক। চাকরি হোক বা ব্যবসা, শিবের আশীর্বাদে খুলে যেতে পারে নতুন দরজা।

কন্যা রাশি:
এই মাসে কন্যা রাশির জাতক-জাতিকারা নতুন কিছু শুরু করতে পারবেন। সময়টা বিদেশ যাত্রার পক্ষে অনুকূল। কর্মজীবনেও আসতে পারে পরিবর্তন ও উন্নতির সম্ভাবনা।

তুলা রাশি:
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শ্রাবণ মাস নিয়ে আসবে ক্যারিয়ারে উন্নতি। দেখা দিতে পারে পদোন্নতি, হতে পারে বেতন বৃদ্ধি। শারীরিক সমস্যাও ধীরে ধীরে সেরে যাবে। শিবের কৃপায় অর্থনৈতিক দিক থেকে মিলবে স্থায়িত্ব।

কুম্ভ রাশি:
এই রাশির জাতক-জাতিকাদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত শুভ। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। বিনিয়োগের জন্য সময় অনুকূল। শিক্ষার্থীদের জন্যও রয়েছে সুসংবাদের ইঙ্গিত।

Advertisement

ফলে, শ্রাবণ মাসে ভগবান শিবের পূজা করে যদি ভক্তিভরে সময় কাটানো যায়, তা হলে এই রাশির জাতকদের জীবনে দেখা যেতে পারে চমকপ্রদ ইতিবাচক পরিবর্তন। জ্যোতিষীদের মতে, এমন শুভযোগের সম্মিলন খুব কমই দেখা যায়, তাই এর পূর্ণ সদ্ব্যবহার করা জরুরি।

POST A COMMENT
Advertisement