Vasumathi Yoga: তৈরি হয়েছে বসুমতী যোগ, এই সপ্তাহে সুখবর পাবেন ৫ রাশি

Vasumathi Yoga: সোমবার ২১ এপ্রিল থেকে নতুন সপ্তাহ শুরু হয়েছে, আর এদিন থেকেই গঠিত হবে দারুণ শুভ বসুমতী যোগ। নতুন সপ্তাহে চন্দ্রের থেকে ছয় ঘর দূরে অবস্থান করবে গুরুগ্রহ বৃহস্পতি। এর ফলে গঠিত হবে বসুমতী যোগ।

Advertisement
তৈরি হয়েছে বসুমতী যোগ, এই সপ্তাহে সুখবর পাবেন ৫ রাশিসাপ্তাহিক রাশিফল
হাইলাইটস
  • সোমবার ২১ এপ্রিল থেকে নতুন সপ্তাহ শুরু হয়েছে, আর এদিন থেকেই গঠিত হবে দারুণ শুভ বসুমতী যোগ।

সোমবার ২১ এপ্রিল থেকে নতুন সপ্তাহ শুরু হয়েছে, আর এদিন থেকেই গঠিত হবে দারুণ শুভ বসুমতী যোগ। নতুন সপ্তাহে চন্দ্রের থেকে ছয় ঘর দূরে অবস্থান করবে গুরুগ্রহ বৃহস্পতি। এর ফলে গঠিত হবে বসুমতী যোগ। আগামী সপ্তাহে ধনু রাশিতে থাকবে চাঁদ এবং বৃহস্পতি গোচর করবে বৃষ রাশিতে। চাঁদ ও বৃহস্পতির এই যোগাযোগের ফলে গঠিত হবে বসুমতী যোগ। এই শুভ যোগ বিশেষ লাভজনক হতে চলেছে পাঁচ রাশির জাতকদের জন্য। জেনে নেওয়া যাক ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিলের মধ্যে এই সপ্তাহে সম্পদ ও প্রতিপত্তি লাভ হবে কোন কোন রাশির জাতকদের।

মেষ রাশি
সোমবার থেকে দারুণ শুভ ও কার্যকরী হতে চলেছে মেষ রাশির জাতকদের জন্য। এই সপ্তাহে আপনি নিজের কোনও ঘনিষ্ঠ বন্ধু বা কোনও প্রভাবশালী ব্যক্তির সহায়তা পাবেন। এর ফলে আপনার জীবন সাফল্য ও আনন্দে ভরে উঠবে। কোনও কঠিন কাজ বা বড় দায়িত্ব আপনি নির্বিঘ্নে পালন করতে পারবেন। বিশেষ কিছু অর্জন করার জন্য সম্মানিত করা হবে মেষের জাতকদের।

বৃষ রাশি
২১ এপ্রিল থেকে শুরু সপ্তাহে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ হতে চলেছে বৃষ রাশির জাতকদের। এই সপ্তাহে কোনও বড় সমস্যা থেকে আচমকাই মুক্তি পাবেন আপনি। যাঁরা চাকরির চেষ্টা করছেন, তাঁরা এই সপ্তাহের শেষে সুখবর পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে ঘনিষ্ঠতা ও মাধুর্য বাড়বে। সন্তানের তরফেও কোনও সুখবর পেতে পারেন।

সিংহ রাশি
বসুমতী যোগের প্রভাবে এই সপ্তাহে খুব ভালো সময় আসতে চলেছে সিংহ রাশির জাতকদের জীবনে। আচমকা নানা দিক থেকে লাভবান হবেন আপনি। এই সময় আপনি নিজের কেরিয়ার সংক্রান্ত যা সিদ্ধান্ত নেবেন, তা আপনার জন্য লাভজনক হবে। সপ্তাহের শুরু থেকেই আপনি নিজের টাকা-পয়সা সঠিক ভাবে ম্যানেজ করতে পারবেন। অফিসে উন্নতি করতে পারবেন।

বৃশ্চিক রাশি
সোমবার থেকে নানা দিক থেকে ভাগ্য খুলতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের। সপ্তাহের শুরুতেই কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন। বাড়িতে আচমকা অতিথি আসতে পারেন। এই অতিথির থেকে আপনি কোনও সুখবর পেতে পারেন। অফিসে সিনিয়রদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। নানা সূত্র থেকে অর্থাগম হতে পারে।

Advertisement

ধনু রাশি
সোমবার থেকে ধনু রাশির জাতকদের জীবনে বেশ কিছু পজ়িটিভ পরিবর্তন আসতে চলেছে। সপ্তাহের শুরুতেই কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। যে সমস্যা আপনাকে অনেক দিন ধরে ভোগাচ্ছে, এ বার সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আদালতে মামলা চললে তার রায় আপনার পক্ষে আসতে পারে। কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন।

POST A COMMENT
Advertisement