scorecardresearch
 

Shani, Ketu, Rahu, Brihaspati Gochar Date And Time: নতুন বছরে ঘর বদলাবে শনি, বৃহস্পতি, রাহু, কেতু, কবে কোন গ্রহের গোচর জেনে নিন

Shani, Ketu, Rahu, Brihaspati Gochar Date And Time: নতুন বছরে ঘর বদলাবে শনি, বৃহস্পতি, রাহু, কেতু, কবে কোন গ্রহের গোচর জেনে নিন। এর প্রভাবে সব রাশিকে ফল ভুগতে হবে।

Advertisement
নতুন বছরে ঘর বদলাবে শনি, বৃহস্পতি, রাহু, কেতু, কবে কোন গ্রহের গোচর জেনে নিন নতুন বছরে ঘর বদলাবে শনি, বৃহস্পতি, রাহু, কেতু, কবে কোন গ্রহের গোচর জেনে নিন
হাইলাইটস
  • নতুন বছরে ঘর বদলাবে চার গ্রহ
  • শনি, বৃহস্পতি, রাহু, কেতু ঘর বদলাতে চলেছে
  • কবে কোন গ্রহের গোচর জেনে নিন

Shani, Ketu, Rahu, Brihaspati Gochar Date And Time: জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহের রাশি পরিবর্তন এবং এক-এক রাশিতে অবস্থান অনুযায়ী, গ্রহগুলিকে দু'ভাগে ভাগ করা হয়। এক হল, দ্রুত গতির গ্রহ। এই ধরণে গ্রহ অল্প সময়ের ব্যবধানে রাশি পরিবর্তন করে। অর্থাৎ অল্প সময় একটি রাশিতে অবস্থান করে। অন্য রকম গ্রহ হল মন্থরগতির গ্রহ। অনেকদিন একই রাশিতে থাকে। অর্থাৎ অনেকদিন পর রাশি পরিবর্তন করে।

দীর্ঘ সময় এক রাশিতে অবস্থানকারী অন্যতম গ্রহ শনি। শনি গ্রহ এক রাশিতে কম-বেশি ২ বছর ৬ মাস অবস্থান করে। যাকে শনির ঢাইয়া বলে। দীর্ঘ সময় এক রাশিতে অবস্থানের কারণে শনি গ্রহের প্রভাব ক্ষমতাও সর্বাধিক এবং দীর্ঘস্থায়ী। এরপরই রয়েছে রাহু এবং কেতুর নাম। এই দুটি এক রাশিতে কম-বেশি দেড় বছর অবস্থান করে। এরপর দেবগুরু বৃহস্পতির অবস্থান।বৃহস্পতি ১ বছর অন্তর অর্থাৎ প্রত্যেক রাশিতে বৃহস্পতি অবস্থান করে কম-বেশি ১ বছর। ২০২৩ সালে এই চারটি গ্রহই রাশি পরিবর্তন করবে। যা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গুরুত্বপূর্ণ ঘটনা

শনি-বর্তমানে অবস্থান নিজক্ষেত্রে মকর রাশিতে, আগামী ১৭ জানুয়ারি ২০২৩, ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ০৪ মিনিটে রাশি পরিবর্তন করে নিজের দ্বিতীয় ক্ষেত্র কুম্ভ রাশিতে গমন করবে। আগামী ২৯ মার্চ ২০২৫ ভারতীয় সময় রাত ৯টা ৪৪ মিনিট পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করবে।

রাহু-আগামী ৩১ অক্টোবর রাত ১টায় মেষ রাশি ছেড়ে মীন রাশিতে। এবং কেতু কন্যা রাশিতে গমন করে, আগামী ১৮ মে ২০২৫ ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট পর্যন্ত রাহু মীন এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করবে।

বৃহস্পতি-আগামী ২২ এপ্রিল ২০২৩, ভারতীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে গমন করে আগামী ১ মে ২০২৪ দুপুর ১২টা ৫৯ মিনিট পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে।

Advertisement

এর ফলে সমস্ত রাশির লাভ অথবা লোকসান হবে। কিছু রাশি মালামাল হয়ে যাবে, কিছু রাশি সর্বস্বান্ত হবে। তাই সাবধানে থাকতে হবে।


 

Advertisement