Shani Dev Sade Sati And Dhaiya Effects 2023 : ২০২৩ পড়লেই শনির গোচর, সাড়ে সাতি-ঢাইয়া থেকে সাবধানে থাকুন ৫ রাশি

আগামী বছরের ১৭ জানুয়ারি কুম্ভ রাশিতে গোচর করছেন শনিদেব (Shani Gochar 2023)। ফলে পাঁচটি রাশির জীবনে এই সময় পড়তে পারে বিপরীত প্রভাব।  এক্ষেত্রে ৩ রাশির শুরু হবে শনির সাড়ে সাতি (Shani Gochar 2023 In Kumbha Rashi)। আর বাকি ২টি রাশির হবে শনির ঢাইয়া।

Advertisement
২০২৩ পড়লেই শনির গোচর, সাড়ে সাতি-ঢাইয়া থেকে সাবধানে থাকুন ৫ রাশিপ্রতীকী ছবি
হাইলাইটস
  • আগামী বছর শনির গোচর
  • ৩ রাশির হবে সাড়ে সাতি
  • ২ রাশির ঢাইয়া

নতুন বছর ২০২৩ শুরু হতে আর কয়েকদিন বাকি। নতুন বছর নিয়ে প্রত্যেকেরই ভাল কিছু আশা থাকে। সবাই চান, ভাল ও শুভ কাটুক নতুন বছর। তবে জ্যোতিষশাস্ত্র বলছে, কিছু রাশির জাতক জাতিকাদের জন্য এটি ভাল নাও হতে পারে। জ্যোতিষশাস্ত্র বলছে আগামী বছরের ১৭ জানুয়ারি কুম্ভ রাশিতে গোচর করছেন শনিদেব (Shani Gochar 2023)। ফলে পাঁচটি রাশির জীবনে এই সময় পড়তে পারে বিপরীত প্রভাব।  এক্ষেত্রে ৩ রাশির শুরু হবে শনির সাড়ে সাতি (Shani Gochar 2023 In Kumbha Rashi)। আর বাকি ২টি রাশির হবে শনির ঢাইয়া।

মকর রাশি (Capricorn) - কুম্ভ রাশিতে শনি গোচরের সঙ্গে সঙ্গেই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হবে সাড়ে সাতির তৃতীয় পর্বের প্রভাব। এই পরিস্থিতিতে মকর রাশির মানুষদের আর্থিক, শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে। সময়টি খুবই কঠিন হতে পারে। তাই সাবধানে থাকুন।

কুম্ভ রাশি (Aquarius) - জানুয়ারি থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় শুরু হবে। এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। চাকরিজীবী ও ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হতে পারে। তাই কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে চিন্তা করুন।

মীন রাশি (Pisces) - জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির সাড়ে সাতির ৩টি পর্যায় থাকে। প্রতিটি পর্ব আড়াই বছর ধরে চলে। শনি গোচরের ফলে মীন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে। এমন পরিস্থিতিতে মীন রাশির জাতক জাতিকাদের অনেক সমস্যায় পড়তে হতে পারে। এমতাবস্থায় তাঁদের এখন থেকেই সতর্ক ও সাবধানে থাকার ব্যবস্থা নেওয়া উচিত।

বৃশ্চিক রাশি (Scorpio) - শনির গোচরের ফলে ২টি রাশির জাতক জাতিকাদের ঢাইয়া শুরু হবে। তার মধ্যে একটি হল বৃশ্চিক। তাই চাকরি এবং ব্যবসায় বৃশ্চিক রাশির মানুষেরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। বিবাদ ও মারামারি থেকে দূরে থাকুন। শনিদেবের প্রকোপ এড়াতে তাঁর পুজো করুন।

Advertisement

কর্কট রাশি (Cancer) - শনির রাশি পরিবর্তন কর্কট রাশির ওপরেও নেতিবাচক প্রভাব ফেলবে। কর্কট রাশির জাতকদের উপর শনির ঢাইয়া শুরু হবে। এমতাবস্থায় খুব সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অর্থনৈতিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়বে। এই পরিস্থিতিতে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দিন।
 

আরও পড়ুন - শীতে সন্তানকে রোগ-ব্যাধি থেকে দূর রাখবে গোল মরিচ, কীভাবে খাওয়াবেন?

 

POST A COMMENT
Advertisement