জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে (Saturn Planet) নিষ্ঠুর হিসেবে হিসেবে দেখা গেলেও, আসলে তিনি হলেন ন্যায়ের দেবতা। অর্থাৎ মানুষকে কর্মফল দেন। মানুষের ভাল-মন্দ কাজের হিসেব নেন শনিদেব (Shanidev)। সেই দিক থেকে দেখতে গেলে তিনি হলেন বিচারক গ্রহ। বেশিরভাগ মানুষই সাড়ে সাতি বা ঢাইয়াকে অশুভ বলে মনে করেন। তবে এই ধারনাটা ভুল। কারণ কোনও কোনও ক্ষেত্রে শনিদেব সাড়ে সাতি বা ঢাইয়াতে ভাল ফল দেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশি পায় শনিদেবের আশীর্বাদ।
মকর ও কুম্ভ রাশির অধিপতি শনি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, মকর ও কুম্ভ রাশির গ্রহ অধিপতি হলেন শনিদেব। বর্তমানে মকরেই গোচর শনিদেবের। অর্থাৎ শনি এই সময়ে নিজের রাশিতে বসে আছেন। যদি শনি বক্রি থাকে তাহলে শুভ ফল দেয় না। তাই এই সময় মকর ও কুম্ভ রাশির মানুষদের বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
এই দুই রাশির ওপর থাকে কৃপা
জ্যোতিষশাস্ত্র বলছে, শনিদেব ধনু (Sagittarius) ও মীন (Pisces) রাশির জাতকদের খুব একটা হয়রান করেন না। যতদিন এই রাশির জাতক জাতিকারা ভাল কাজ করেন, ততদিন শনিদেব শুভ ফল দেন। তাছাড়া এই রাশির মানুষেরা যদি শনিদেবের নিয়ম মেনে চলেন, তাহলে তাঁর আশীর্বাদ পাওয়ার যোগ্য হয়ে ওঠেন। শনিদেব তুষ্ট হলে এই দুই রাশির জাতক-জাতিকাদের প্রভূত অর্থ ও যশ প্রদান করেন।
শনির সবচেয়ে প্রিয় রাশি তুলা
জ্যোতিষ মতে শনিদেবের সবচেয়ে প্রিয় রাশি হল তুলা (Libra)। তাই তুলা রাশির জাতক জাতিকারা যদি অন্যের মঙ্গল করেন তবে শনিদেবের আশীর্বাদ পাওয়া তাঁদের পক্ষে তুলনামূলক সহজ হয়ে ওঠে এবং উন্নতিও দ্রুত হয়। তুলা রাশির জাতক জাতিকারা যদি ভাল কাজ করেন তাহলে শনিদেব তাঁদের অপ্রত্যাশিত ফল দেন। জীবনে আসে সৌভাগ্য ও সমৃদ্ধি।
আরও পড়ুন - মাত্র ৮ দিনের অপেক্ষা, পুজোর আগেই হয়তো ৩ রাশির অর্থপ্রাপ্তি