Shani Gochar 2025: দীপাবলিতে দুর্লভ রাজযোগ তৈরি করবে শনি, মালামাল হবে কোন কোন রাশি?

চলতি বছর দীপাবলিতে ধন রাজযোগ তৈরি করতে চলেছে শনি। এর ফলে কোন কোন রাশির জীবনে টাকাপয়সা উপচে পড়বে? কারা হবেন মালামাল?

Advertisement
 দীপাবলিতে দুর্লভ রাজযোগ তৈরি করবে শনি, মালামাল হবে কোন কোন রাশি? শনির গোচর
হাইলাইটস
  • দীপাবলিতে শনি তৈরি করবে ধন রাজযোগ
  • অর্থ উপচে পড়বে ৩ রাশির জীবনে
  • কারা রয়েছে এই তালিকায়?

২০ অক্টোবর দেশজুড়ে পালিত হবে আলোর উৎসব, দীপাবলি। পঞ্জিকা অনুযায়ী, আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের অমাবস্যা তিথিতে দীপাবলি উৎসব পালন করা হয়। এদিন মা লক্ষ্মী এবং গণেশের পুজো হয় অধিকাংশ অবাঙালি পরিবারে। বাঙালিরা মেতে ওঠেন শ্যামাপুজোয়। গ্রহ এবং নক্ষত্রের নজরে দেখলে দীপাবলির বিশেষ মাহাত্ম রয়েছে। দীপাবলিতেই শনি অন্য সমস্ত গ্রহে নিজের শুভ দৃষ্ট রাখবেন এবং ধন রাজযোগ তৈরি করবেন।

জ্যোতিশ শাস্ত্র মতে, যেভাবে শনির গোচর বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হয়, সেভাবেই শনির দ্বারা তৈরি এই ধন রাজযোগও গুরুত্বপূর্ণ। শনিদেব কর্মফলের দেবতা এবং ন্যায়প্রিয় হিসেবেই পরিচিত। উনি প্রত্যেক ব্যক্তিকে কর্মফলের হিসেবে ফল প্রদান করেন। যখনই শনির নক্ষত্র পরিবর্তন হয় তার প্রভাব পড়ে মানুষের জীবনে। 

দীপাবলিতে শনির প্রভাবে ধন রাজযোগ তৈরির ফলে কোন কোন রাশির ভাগ্য খুলবে?#
বৃষ: বৃষ রাশির জাতকদের জন্য শনির ধন রাজযোগ আর্থিক স্থিতাবস্থা এবং উন্নতি বয়ে আনবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। বিনিয়োগেও ভাল ফল মিলবে। কেরিয়ারে আচমকা উন্নতি হবে। ব্যবসায় নিত্যনতুন সুযোগ মিলবে। চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির সুযোগ আসবে। ঘরে আর্থিক স্থিতাবস্থা বজায় থাকবে।  পরিবারেও সুখ, সমৃদ্ধি এবং সহযোগিতার পরিবেশ বজায় থাকবে। 

মিথুন: মিথুন রাশির জাতকদের জন্য শনির এই দুর্লভ যোহ দীর্ঘ সময়ে সংঘর্ষের পর স্বস্তি নিয়ে আসবে। ধন লাভের নতুন নতুন সুযোগ খুলে যাবে। সম্পত্তি এবং পুরনো বিনিয়োগ থেকে আচমকা লাভবান হওয়ার সুযোগ থাকবে। পরিশ্রম ফল দেবে। প্রবীণরা সম্মান পাবেন। এই সময়টা কেরিয়ারে নতুন দিশা উন্মোচনের জন্য শ্রেষ্ঠ। আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

মকর: মকর রাশির জাতকদের জন্য শনির এই দুর্লভ যোগ সুবর্ণ সময় নিয়ে আসছে। আচমকাই ধনরাশি প্রাপ্ত হবে এবং এতে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। পুরনো আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। ব্যবসায় বড় লেনদেন কিংবা বোঝাপড়া লাভজনক হবে। চাকরিজীবীদের জন্য এই সময়টা অত্যন্ত সুখের। পরিবার এবং সমাজে মান সম্মান বাড়বে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement