Shani Guru Sanyog 2026: ২০২৬ সালে তৈরি হবে বৃহস্পতি-শনির মহাসংযোগ, এই ৪ রাশির উন্নতি নিশ্চিত

২০২৬ সালে বৃহস্পতি দু'বার রাশি বদলাবে। আর শনি গোটা বছরে মীন রাশিতে থাকবে। এখানেই শেষ নয়, ২০২৬ সালে মহাপুরুষ রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, মহালক্ষ্মী যোগ এবং গজকেশরী যোগের মতো বড় কিছু শুভ যোগ তৈরি হবে। এই সব যোগের প্রভাবে কিছু রাশির মান সম্মান বাড়াবে। পাশাপাশি হাতে আসবে টাকা। এমনকী কেরিয়ারে গ্রোথ হবে। তাই আর সময় নষ্ট না করে ২০২৬ সালে কোন কোন রাশির ভাগ্য বদলাবে, সেটা জেনে নিন।

Advertisement
২০২৬ সালে তৈরি হবে বৃহস্পতি-শনির মহাসংযোগ, এই ৪ রাশির উন্নতি নিশ্চিতশনি ও গুরুর সংযোগ
হাইলাইটস
  • ২০২৬ সালে বৃহস্পতি দু'বার রাশি বদলাবে
  • শনি গোটা বছরে মীন রাশিতে থাকবে
  • , ২০২৬ সালে মহাপুরুষ রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, মহালক্ষ্মী যোগ এবং গজকেশরী যোগের মতো বড় কিছু শুভ যোগ তৈরি হবে

জ্যোতিষ শাস্ত্র মতে, ২০২৬ সালে কিছু রাশির ভাগ্য বদলে যেতে পারে। এই বছর গ্রহের চাল খুব ভাল থাকবে। কারণ, চলতি বছর দেবগুরু বৃহস্পতি এবং কর্মফলদাতা শনি মিলে কিছু যুতি তৈরি করবে। এই সংযোগগুলি দুর্লোভ। এর ফলে ফিরে যাবে কিছু রাশির ভাগ্য। 

আসলে ২০২৬ সালে বৃহস্পতি দু'বার রাশি বদলাবে। আর শনি গোটা বছরে মীন রাশিতে থাকবে। এখানেই শেষ নয়, ২০২৬ সালে মহাপুরুষ রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, মহালক্ষ্মী যোগ এবং গজকেশরী যোগের মতো বড় কিছু শুভ যোগ তৈরি হবে। এই সব যোগের প্রভাবে কিছু রাশির মান সম্মান বাড়াবে। পাশাপাশি হাতে আসবে টাকা। এমনকী কেরিয়ারে গ্রোথ হবে। তাই আর সময় নষ্ট না করে ২০২৬ সালে কোন কোন রাশির ভাগ্য বদলাবে, সেটা জেনে নিন।

বৃষ রাশি
২০২৬ সালটা দারুণ কাটবে বৃষ রাশির জাতকদের। আপনারা জীবনে অনেকটাই এগিয়ে যাবেন। এক্ষেত্রে শনির শক্তিশালী উপস্থিতি এবং মহালক্ষ্মী রাজযোগের জন্য আপনার জীবনে স্থায়ীত্ব আসবে। পরিশ্রম, অনুশাসন এবং ধৈর্যের ফলে কেরিয়ারে নতুন উচ্চতায় পৌঁছে যাবেন। এই সময় আয়ও বাড়তে পারে। শুধু তাই নয়, ব্যবসায় যুক্ত মানুষজনও এই সময় ভাল লাভ পাবেন। আপনাদের হাতেও আসতে পারে অনেকটা টাকা। 

মিথুন রাশি
এই সময় মিথুন রাশির জাতকদেরও খুবই ভাল যাবে। এত দিন ধরে যেই সব লক্ষ্যগুলি ছুঁতে পারছিলেন না, তার নাগাল এবার পাবেন। এই সময় দেবগুরু বৃহস্পতি অনুকূলে থাকবে। যার ফলে কিছু শুভযোগ তৈরি হবে। এছাড়া কেরিয়ার, ব্যবসা, শিক্ষা এবং স্বাস্থ্য, সব ক্ষেত্রতেই আপনারা এগিয়ে যাবেন। পরিশ্রমের ভাল ফল পাবেন। আয়ের নতুন ক্ষেত্র তৈরি হয়ে যাবে। 

কর্কট রাশি
২০২৬ সালটা আপনাদের জন্য দারুণ যাবে। বিশেষত, জুন মাসে আপনার রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি। এই সময় গজকেশরী যোগ তৈরি হবে। যার ফলে জীবনে উন্নতি হবে নিশ্চিত। পাশাপাশি সুবিধা পাবেন অনেক। আর্থিক লাভও হবে। সম্পত্তির সঙ্গে জুড়ে থাকা আইনি সমস্যা থেকেও এই সময় বেরিয়ে আসতে পারবেন। পাশাপাশি পারিবারিক জীবনে ভারসাম্য আসবে।

Advertisement

তুলা রাশি
এই বছরে তুলা রাশিরও ভাল কাটবে। আপনার জীবনে পজিটিভ বদল আসবে। মীন রাশিতে শনির গোচর আপনাকে লাভ এনে দেবে। আপনার না হয়ে থাকা কাজ এখন পূরণ হতে থাকবে। যারা এতদিন ধরে বিয়ের জন্য সঠিক সময়ের খোঁজ করছিলেন, তাদের জন্য এটা সেরা সময়। এছাড়া কেরিয়ারেও এই সময় উন্নতি হবে। পাশাপাশি বাড়বে ব্যবসা। তাই হাতে অর্থও আসবে প্রচুর।

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না। 

 

POST A COMMENT
Advertisement