শনি গুরু সংযোগদোরগোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছে নতুন বছর। আর নতুন বছর একাধিক বড় সংযোগ তৈরি হবে। এমনকী এই সময় দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবও তৈরি করবে একটা সংযোগ। এই দুই মিলে মহাসংযোগ তৈরি করবে।
জ্যোতিষ মতে, ২০২৬ সালে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে চলে যাবে। যার ফলে শনির সঙ্গে বিশেষ সংযোগ তৈরি হবে। আসলে এই সময় শনিও মীন রাশিতে আসবে। তাতে একটা যুতি তৈরি হবে। এমনকী তৈরি হবে মহাসংযোগ। আর এই সংযোগের ফলেই কিছু রাশির জীবনে সুদিন আসবে। মালামাল হয়ে যাবেন তারা। তাই আর সময় নষ্ট না করে সেই সব রাশি সম্পর্কে বিশদে জেনে নিন।
মিথুন রাশি
শনি-বৃহস্পতির যুতি মিথুন রাশির আর্থিক অবস্থা বদলে দিতে পারে। এতে আপনাদের কেরিয়ারে উন্নতি হবে নিশ্চিত। অনেক দিন ধরে যেই সব পরিকল্পনা করেছিলেন, সেগুলি এখন পূর্ণ হবে। যার ফলে জীবনে ভাল সময় আসবে। এই সময় আপনার প্রোমোশনও হতে পারে। পাশাপাশি বাড়বে দায়িত্ব।
আর যারা ব্যবসা করছেন, তাদেরও এই সময়টা ভাল যাবে। আপনারাও অনেক টাকা পাবেন। এই সময় বিনিয়োগ করলে লাভ হতে পারে।
কর্কট রাশি
এই সময়টা ভাল যাবে কর্কট রাশির। পরিশ্রমের ফল পাবেন। কেরিয়ারে আটকে থাকা কাজ পুরো হয়ে যাবে। সিনিয়ররা আপনার উপর ভরসা করবেন। এই সময় যারা সরকারি চাকরির পরীক্ষা দিতে চলেছেন, তাদের জন্য অনুকূল থাকবে। পাশাপাশি আর্থিক স্থিতি ঠিক হয়ে যাবে। খরচার উপর নিয়ন্ত্রণ আসবে। প্ল্যানিংয়ের সঙ্গে কাজ করলে ভাল ফল পাবেন।
কুম্ভ রাশি
এই সময় কুম্ভ রাশির উপর শনি ও বৃহস্পতির প্রভাব থাকবে। বৃহস্পতি শনির যুতির জন্য এই সময় কেরিয়ারে সফলতা পাবেন। আপনার সামাজিক পরিচয় বাড়বে। এতদিন যেই সংঘর্ষটা করে আসছিলেন, তার ফল পাবেন। এই সময় যারা টেকনোলজি, ম্যানেজমেন্ট, সামাজিক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা দারুণ যাবে। আয়ের নতুন উৎসও খুঁজে পাবেন।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।