Panch Mahapurush Raj Yoga : শনি তৈরি করছে মহাপুরুষ রাজ-যোগ, দুর্গাপুজো মিটতেই পকেট গরম ৩ রাশির

শনিদেব রাজাকে ফকির এবং ফকিরকে রাজা করতে পারেন। আগামী ২৩ অক্টোবর শনিদেবের অবস্থানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে। বর্তমানে শনিদেব নিজের রাশি মকরে বক্রি অবস্থায় রয়েছেন। ২৩ অক্টোবর মার্গী (Shani Margi 2022) হবেন। এরফলে ৩টি রাশিতে তৈরি হবে পঞ্চ মহাপুরুষ রাজ যোগ (Panch Mahapurush Raj Yoga), যা অত্যন্ত শুভ। এই যোগ ওই ৩ রাশির জাতক জাতিকাদের প্রচুর অর্থ ও উন্নতি দেবে।

Advertisement
শনি তৈরি করছে মহাপুরুষ রাজ-যোগ, দুর্গাপুজো মিটতেই পকেট গরম ৩ রাশিরশনিদেবের প্রভাবে মালমাল হতে পারে ৩ রাশি
হাইলাইটস
  • শনিদেব তৈরি করছেন যোগ
  • তৈরি হবে আগামী মাসে
  • ৩ রাশির শুভ সময়

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে, কারণ তিনি ন্যায়ের দেবতা। শনিদেব কর্ম অনুসারে ফল দেন এবং চোখের নিমেষে ভাগ্য পরিবর্তন করেন। শনিদেব রাজাকে ফকির এবং ফকিরকে রাজা করতে পারেন। আগামী ২৩ অক্টোবর শনিদেবের অবস্থানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে। বর্তমানে শনিদেব নিজের রাশি মকরে বক্রি অবস্থায় রয়েছেন। ২৩ অক্টোবর তিনি মার্গী (Shani Margi 2022) হবেন। এরফলে ৩টি রাশিতে তৈরি হবে পঞ্চ মহাপুরুষ রাজ যোগ (Panch Mahapurush Raj Yoga), যা অত্যন্ত শুভ। এই যোগ ওই ৩ রাশির জাতক জাতিকাদের প্রচুর অর্থ ও উন্নতি দেবে।

মেষ রাশি (Aries) : মকর রাশিতে শনিদেবের গমনের ফলে মেষ রাশিতে পঞ্চ মহাপুরুষ রাজ যোগ তৈরি হবে। এর ফলে এই রাশির মানুষেরা কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। তাঁরা নতুন কোনও চাকরি পেতে পারেন বা বর্তমান চাকরিতে উন্নতি হতে পারে। ব্যবসায়ীদেরও মোটা লাভ হবে। নতুন কোনও কাজ শুরু হতে পারে। আপনার কাজে মানুষ মুগ্ধ হবেন।

ধনু রাশি (Sagittarius) : মার্গী শনি ধনু রাশির জাতকদের জন্যও খুব শুভ ফল দেবে। কেরিয়ারে এতদিন যে উন্নতির অপেক্ষায় ছিলেন, এবার সেই কাঙ্খিত ফলই পাবেন। বেতন বাড়বে। আটকে থাকা টাকাও উদ্ধার হবে। অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ হবে। ব্যবসাতেও লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। বিপণনের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরাও সুবিধা পাবেন। 

মীন রাশি (Pisces) : জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনির প্রত্যক্ষ গতি মীন রাশির জাতক-জাতিকাদের জন্যও অত্যন্ত শুভ হতে চলেছে। তাঁদের আয় বাড়বে। ফলে পরিবারে শান্তি ও স্বস্তি থাকবে। নতুন উপায়েও অর্থ উপার্জন হতে পারে। ব্যবসায়ীরাও লাভবান হবেন। নতুন পরিচিতি ব্যবসা বাড়াতে সাহায্য করবে। এছাড়া গাড়ি-সম্পত্তি কেনারও প্রবল সম্ভাবনা রয়েছে এই সময়। 

আরও পড়ুনরায়গঞ্জে ৩৫০ ভরি রুপো লুঠ, আশঙ্কা মহিলা ডাকাতদল নিয়ে

Advertisement

 

POST A COMMENT
Advertisement