scorecardresearch
 

Shani Sade Sati Till 2050: সাড়ে সাতি মানেই দুর্ভোগ, ২০৫০ পর্যন্ত কখন কখন শনির রোষে কোন রাশি

তিন দশক পর নিজের রাশিতে প্রবেশ করবেন শনিদেব। শনি গ্রহের ধীর গতির কারণে এর প্রভাব দীর্ঘকাল স্থায়ী হয়। শনি একটি রাশি থেকে অন্য রাশিতে গমন করতে আড়াই বছর সময় নেন। শনি যদি কোনও একটি রাশিতে প্রবেশ করে থাকেন তাহলে সেই রাশিতে প্রবেশ করতে সময় লাগে ৩০ বছর। শনি ৩০ বছর আগে কুম্ভ রাশিতে প্রবেশ করেছিলেন। ফের ২০২৩ সালে রাশিবদল করবেন। 

Advertisement
শনির প্রভাব। শনির প্রভাব।
হাইলাইটস
  • ১৭ জানুয়ারি রাশিবদল করবেন শনিদেব।
  • কোন রাশিতে কবে কবে সাড়ে সাতি শুরু।

২০২৩ সালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন শনিদেব। ধীর গতিতে চলেন তিনি। সমস্ত গ্রহের মধ্যে তাঁর গমনই সবচেয়ে শ্লথ। বছরের শুরুতেই রাশিবদল করতে চলেছেন শনিদেব। ৩০ বছর পর শনি তার নিজস্ব রাশি বা মূল ত্রিকোণ রাশি কুম্ভে প্রবেশ করবেন। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, ২০২৩ সালের ১৭ জানুয়ারি হতে চলেছে শনির গমন। শনিদেব হলেন ন্যায়ের দেবতা। কর্ম অনুযায়ী ফলদান করেন। অর্থাৎ মানুষের ভাল-মন্দ বিচার করে কাজের উপর ফল দেন। সেই অনুযায়ী কারও আসে সৌভাগ্য, কারও দুর্ভাগ্য। শনিদেব তুলা রাশিতে উচ্চস্থানে থাকেন। তিনি মকর ও কুম্ভ রাশির অধিপতি। ২০২৩ সালে রাশি পরিবর্তনের কারণে কয়েকটি রাশির জাতক-জাতিকারা সাড়ে সাতি ও ঢাইয়া থেকে মুক্তি পাবেন। অন্য কয়েকটি রাশির ঢাইয়া ও সাড়ে সাতি শুরু হবে।  

তিন দশক পর নিজের রাশিতে প্রবেশ করবেন শনিদেব। শনি গ্রহের ধীর গতির কারণে এর প্রভাব দীর্ঘকাল স্থায়ী হয়। শনি একটি রাশি থেকে অন্য রাশিতে গমন করতে আড়াই বছর সময় নেন। শনি যদি কোনও একটি রাশিতে প্রবেশ করে থাকেন তাহলে সেই রাশিতে প্রবেশ করতে সময় লাগে ৩০ বছর। শনি ৩০ বছর আগে কুম্ভ রাশিতে প্রবেশ করেছিলেন। ফের ২০২৩ সালে রাশিবদল করবেন। 

২০২৩ সালে এই রাশিগুলির উপর শনির সাড়ে সাতি 

১৭ জানুয়ারি ৩০ বছর পর কুম্ভ রাশিতে প্রবেশ করবেন শনিদেব। কুম্ভ রাশিতে শনির গমনের সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক-জাতিকাদের উপর শনির সাড়ে সাতি শুরু হবে। এ ছাড়া মকর ও কুম্ভ রাশিতে সাড়ে সাতি চলবে। সাড়ে সাতির প্রথম পর্ব মীন রাশিতে, দ্বিতীয় পর্ব কুম্ভ রাশিতে এবং শেষ পর্ব মকর রাশিতে হবে।

মকর, কুম্ভ ও মীন রাশিতে সাড়ে সাতি ছাড়াও ২০২৩ সালে কর্কট ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ঢাইয়া শুরু হবে।

Advertisement

সাড়ে সাতি কী? 

জ্যোতিষ অনুসারে, কোনও ব্যক্তির জীবনে শনির সাড়ে সাতি শুরু হলে জন্মরাশির দ্বাদশ, প্রথম এবং দ্বিতীয় ঘরে অবস্থান করেন শনিদেব। শনিদেবের সাড়ে সাতি সাড়ে সাত বছর স্থায়ী হয় বলে একে সাড়ে সাতি বলে। এই সময় ব্যক্তির জীবন ভরে ওঠে দুর্দশা ও বাধাবিঘ্নে। সাড়ে সাতিতে ব্যক্তি জড়িয়ে পড়েন ঝামেলায়। কোনও কাজেই আসে না সাফল্য।       

২০২৩ থেকে ২০৫০ পর্যন্ত কোন রাশিতে থাকবে শনির সাড়ে সাতি- 

মেষ রাশি - ২৯ মার্চ ২০২৫ থেকে ৩১ মে ২০৩২ 
বৃষ রাশি - ৩ জুন ২০২৭ থেকে ১৩ জুলাই ২০৩৪ 
মিথুন - ৪ অগাস্ট ২০২৯ থেকে ২৭ অগাস্ট ২০৩৬ 
কর্কট - ৩১ মে ২০৩২ থেকে ২২ অক্টোবর ২০৩৮ 
সিংহ- ১৩ জুলাই ২০৩৪ থেকে ২৯ জানুয়ারি ২০৪১ 
কন্যা -২৭ অগাস্ট ২০৩৬ থেকে ১২ ডিসেম্বর ২০৪৩ 
তুলা- ২২ অক্টোবর ২০৩৮ থেকে ৮ ডিসেম্বর ২০৪৬ 
বৃশ্চিক - ২৮ জানুয়ারি ২০৪১ থেকে ৩ ডিসেম্বর ২০৪৯ 
ধনু- সাড়ে সাতি চলছে। তার পর ১২ ডিসেম্বর ২০৪৩ থেকে ৩ ডিসেম্বর ২০৪৯
মকর- সাড়ে সাতি চলছে এখন। চলবে ২৯ মার্চ ২০২৫ সাল পর্যন্ত
কুম্ভ- সাড়ে সাতি চলবে ৩ জুন ২০২৭ পর্যন্ত
মীন - ১৭ জানুয়ারি ২০২৩ থেকে ৮ আগস্ট ২০২৯ পর্যন্ত

আরও পড়ুন- তুলসী গাছে বাঁধুন এই জিনিস, রাতারাতি হবেন লাখপতি, খুলবে কপাল

Advertisement