scorecardresearch
 

Shani Sade Sati & Dhaiya: শনির সাড়ে সাতিতে দুর্দশার শেষ থাকে না! আপনার রাশিতে কবে আসছে?

Shani Sade Sati & Dhaiya as per Zodiac: জ্যোতিষশাস্ত্রে শনিদেব একটি বিশেষ স্থানে থাকেন। শনি ন্যায়বিচারের গ্রহ। শনির সাড়ে সাতি যেকোনও ব্যক্তির জীবনে সাড়ে সাত বছর স্থায়ী হয়।  যেকোনও ব্যক্তির রাশিচক্র বিচার করে বলা যায় যে শনির সাড়ে সাতি তাঁর জন্য শুভ ফল দেবে না অশুভ। প্রতিটি মানুষের জীবনে একবার তার ওপর এর প্রভাব পড়ে। শনি আড়াই বছরে একবার রাশি পরিবর্তন করেন।

Advertisement
শনিদেব (ফাইল ফটো) শনিদেব (ফাইল ফটো)
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্রে শনিদেব একটি বিশেষ স্থানে থাকেন
  • শনি ন্যায়বিচারের গ্রহ
  • শনির সাড়ে সাতি যেকোনও ব্যক্তির জীবনে সাড়ে সাত বছর স্থায়ী হয়

Shani Sade Sati & Dhaiya as per Zodiac: জ্যোতিষশাস্ত্রে শনিদেব একটি বিশেষ স্থানে থাকেন। শনি ন্যায়বিচারের গ্রহ। শনির সাড়ে সাতি যেকোনও ব্যক্তির জীবনে সাড়ে সাত বছর স্থায়ী হয়।  যেকোনও ব্যক্তির রাশিচক্র বিচার করে বলা যায় যে শনির সাড়ে সাতি তাঁর জন্য শুভ ফল দেবে না অশুভ। প্রতিটি মানুষের জীবনে একবার তার ওপর এর প্রভাব পড়ে। শনি আড়াই বছরে একবার রাশি পরিবর্তন করেন।

রাশি অনুযায়ী জানুন আপনার জীবনে কবে থেকে পড়তে চলেছে শনির দশা; সাড়ে সাতি, ঢাইয়া-

মেষ: মেষ রাশির জাতক-জাতিকারা ২৯ মার্চ ২০২৫ থেকে ৩১ মে ২০৩২-এ শনির সাড়ে সাতির কবলে পড়বেন। 
ঢাইয়া শুরু হবে ১৩ জুলাই ২০৩৪ থেকে ২৭ আগস্ট ২০৩৬ পর্যন্ত।

এরপর আবার ১২ ডিসেম্বর ২০৪৩ থেকে ৪ ডিসেম্বর ২০৪৬ পর্যন্ত।

বৃষ: বৃষ রাশিতে সাড়েসাতি শুরু হবে ৩ জুন ২০২৭ থেকে ১৩ জুলাই ২০৩৪-এ। ঢাইয়া চলবে ২৭ আগস্ট ২০৩৬ থেকে ২২ অক্টোবর ২০৩৮ পর্যন্ত।

মিথুন: মিথুন রাশির সাড়েসাতি শুরু হচ্ছে ৪ আগস্ট ২০২৯ থেকে চলবে ২৭ আগস্ট ২০৩৬ পর্যন্ত। ঢাইয়া শুরু ২৪ জানুয়ারি ২০২০ থেকে ২৯ এপ্রিল ২০২২। এরপর ফের ২২ অক্টোবর ২০৩৮ থেকে ২৯ জানুয়ারি ২০৪১ পর্যন্ত।

কর্কট: কর্কট রাশির সাড়েসাতি শুরু হচ্ছে ৩১ মে ২০৩২ থেকে চলবে ২২ অক্টোবর ২০৩৮ পর্যন্ত। ঢাইয়া শুরু হবে ২৯ এপ্রিল ২০২২ থেকে চলবে ২৯ মার্চ ২০২৫ পর্যন্ত। এরপর আবার ২৯ জানুয়ারি ২০৪১ থেকে ১২ ডিসেম্বর ২০৪৩ পর্যন্ত।

সিংহ: এই রাশিতে সাড়েসাতি চলবে ১৩ জুলাই ২০৩৪ থেকে ২৯ জানুয়ারি ২০৪১।

কন্যা: কন্য়া রাশির সাড়েসাতি চলবে ২৭ আগস্ট ২০৩৬ থেকে ১২ ডিসেম্বর ২০৪৩ পর্যন্ত। তাদের ঢাইয়া চলবে ৩ জুন ২০২৭ থেকে ৮ আগস্ট ২০২৯ পর্যন্ত।

Advertisement

তুলা: তুলা রাশিতে সাড়েসাতি শুরু হবে ২২ অক্টোবর ২০৩৮ থেকে ৮ ডিসেম্বর ২০৪৬ পর্যন্ত। ঢাইয়া লাগবে ২৪ জানুয়ারি ২০২০ থেকে ২৯ এপ্রিল ২০২২। ৪ অগস্ট ২০২৯ থেকে ৩১ মে ২০৩৩ পর্যন্ত চলবে।

বৃশ্চিক: সাড়েসাতি বৃশ্চিক রাশিতে ২৮ জানুয়ারি ২০৪১ থেকে ৩ ডিসেম্বর ২০৪৯ পর্যন্ত চলবে। ঢাইয়া চলবে ২৯ এপ্রিল ২০২২ থেকে ২৯ মার্চ ২০২৫ পর্যন্ত। এরপর আবার ৩১ মে ২০৩২ থেকে ১৩ জুলাই ২০৩৪।

ধনু: ধনু রাশির সাড়েসাতি ১২ ডিসেম্বর ২০৪৩ থেকে ৩ ডিসেম্বর ২০৪৯ পর্যন্ত। ঢাইয়া চলবে ২৯ মার্চ ২০২৫ থেকে ৩ জুন ২০২৭। ১৩ জুলাই ২০৩৪ থেকে ২৭ আগস্ট ২০৩৬।

মকর: মকর রাশিতে সাড়েসাতির প্রভাব শুরু ২৬ জানুয়ারি ২০১৭ থেকে চলবে ২৯ মার্চ ২০২৫ পর্যন্ত। ঢাইয়া ৩ জুন ২০২৭ থেকে ৮ আগস্ট ২০২৯ পর্যন্ত চলবে। এরপর আবার ২৭ আগস্ট ২০৩৬ থেকে ২২ অক্টোবর ২০৩৮ পর্যন্ত চলবে।

কুম্ভ: এই রাশিতে সাড়েসাতির ২৪ জানুয়ারি ২০২০ থেকে ৩ জুন ২০২৭। ঢাইয়া শুরু হবে ৮ আগস্ট ২০২৯ থেকে, চলবে ৩১ মে ২০৩২ পর্যন্ত।  ২২ অক্টোবর ২০৩৮ থেকে ২৯ জানুয়ারি ২০৪১।

মীন: সাড়েসাতির প্রভাব চলবে ২৯ এপ্রিল ২০২২ থেকে ৮ আগস্ট ২০২৯ পর্যন্ত। ঢাইয়া শুরু হবে ৩১ মে ২০৩২ থেকে ১৩ জুলাই ২০৩৪ পর্যন্ত। আবার ২৯  জানুয়ারি ২০৪১  থেকে ১২ ডিসেম্বর ২০৪৩ পর্যন্ত।

Disclaimer : (প্রতিবেদনটি জ্য়োতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে লেখা। প্রয়োজনে জ্যোতিষ বিশেষজ্ঞদের আলোচনা করে নিতে পারেন।) 

Advertisement