Shani Sade Sati 2026: ২০২৬ এ শনির সাড়েসাতি, ৩ রাশির জন্য বড় খবর! অবশ্যই পড়ুন

Shani Sade Sati 2026: Shani Sade Sati 2026: ২০২৬ এ শনির সাড়েসাতির অবস্থান কী? জ্যোতিষ গণনা বলছে, তিন রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। কাদের সময়টা ভাল যাবে? কাদের খারাপ সময় আসছে? সেই বিষয়েই আলোচনা করব এই প্রতিবেদনে।

Advertisement
২০২৬ এ শনির সাড়েসাতি, ৩ রাশির জন্য বড় খবর! অবশ্যই পড়ুনশনির সাড়েসাতি।
হাইলাইটস
  • ২০২৬ এ শনির সাড়েসাতির অবস্থান কী?
  • জ্যোতিষ গণনা বলছে, তিন রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। 
  • শনি প্রতি আড়াই বছর অন্তর ঘর বদলান।

Shani Sade Sati 2026: ২০২৬ এ শনির সাড়েসাতির অবস্থান কী? জ্যোতিষ গণনা বলছে, তিন রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। কাদের সময়টা ভাল যাবে? কাদের খারাপ সময় আসছে? সেই বিষয়েই আলোচনা করব এই প্রতিবেদনে। আসলে, শনিদেব এক রহস্যময় গ্রহ। ধীর গতিতে চলেন। কিন্তু প্রভাব অত্যন্ত গভীর। ২০২৬ সালে সেই শনিই তিন রাশির জাতকের জীবনে বড় পরিবর্তন আনতে চলেছেন। শনি প্রতি আড়াই বছর অন্তর ঘর বদলান। কোনও রাশিতে শনি আড়াই বছর প্রভাব বিস্তার করলে তাকে বলে ‘ঢাইয়া’। আর কোনও রাশিতে সাড়ে সাত বছর ধরে শনির এফেক্ট থাকলে, তাকে শনির সাড়েসাতি বলা হয়। 

বর্তমানে শনি রয়েছেন মীন রাশিতে। তাই তিন রাশির উপর শনির প্রভাব সবচেয়ে বেশি পড়ছে। জ্যোতিষ গণনা অনুযায়ী, ২০২৬ সালেও শনি মীন রাশিতেই থাকবেন। তবে তাঁর নক্ষত্রে পরিবর্তন আসবে। বছরের শুরুতেই শনি প্রবেশ করবেন পূর্বভাদ্রপদ নক্ষত্রে। পরে যাবেন উত্তরভাদ্রপদ ও রেবতী নক্ষত্রে। এই পরিবর্তনেই শনির প্রভাব আরও শক্তিশালী হবে।

এই সাড়েসাতির সময় তিন রাশির জাতকদের জীবনে নতুন মোড় দেখা দিতে পারে। কেউ পাবেন সাফল্য, কেউ আবার সামলাবেন মানসিক চাপ।

মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকারা পরিশ্রমী। শনির সাড়েসাতি তাঁদের জীবনে শেখাবে ধৈর্য আর বাস্তবতা। ২০২৬ সালে মেষরা পরিশ্রমের ফল পাবেন। পেশায় উন্নতি হতে পারে। তবে অহঙ্কার করলে বিপদ ডেকে আনবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভাল রাখতে হবে।

অর্থের দিক থেকে বছরটা মোটামুটি স্থিতিশীল। কিন্তু অতিরিক্ত খরচে সমস্যা হতে পারে। যে বিষয়ে মনে দ্বিধা, সেই কাজে না যাওয়াই ভাল। ঠান্ডা মাথায় সব সিদ্ধান্ত নিতে হবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়েসাতির শেষ পর্ব চলবে। এই সময় মানসিক চাপ বাড়তে পারে। অনেক দায়িত্ব একসঙ্গে সামলাতে হবে। কিন্তু পরিকল্পনা করে চললে সবই সম্ভব।
২০২৬ সালে কুম্ভ রাশির জাতকরা পেশায় সাফল্যের দিকেই এগোবেন। তবে মনের শান্তি বজায় রাখা জরুরি। দুশ্চিন্তা ছেড়ে কাজে মন দিন। পরিবারের সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন। রাগ বা কটু কথা সম্পর্ক নষ্ট করতে পারে।

Advertisement

মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের জন্য বছরটা মিশ্র। শনি এখন তাঁদের রাশিতেই আছেন। তাই এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ। কাজের চাপ বাড়বে। মানসিক অস্থিরতা আসতে পারে। কিন্তু সৎ পথে থাকলে শনি আশীর্বাদও দেবেন।

পুরনো অভ্যাস ছাড়তে হবে। ধৈর্য ধরে এগোলে উন্নতির পথ খুলবে। নিজের মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখুন। শনির প্রভাবে কিছু ঘটনা অস্পষ্ট লাগতে পারে। কিন্তু ভয় পেলে চলবে না। নীতিতে অটল থাকলে সব ঠিক হয়ে যাবে।

২০২৬ সালের এই সময়টা তাই খুব তাৎপর্যপূর্ণ। শনি আমাদের এই শিক্ষাই দেন যে, কঠিন সময়ে সততার সঙ্গে পরিশ্রম করে যেতে হবে। তবেই সুদিন ফিরবে। ভাল সময়ের মর্ম বোঝান শনিদেব। তাই সাড়েসাতির সময় এই ভাবনাটা অবশ্যই মাথে রাখুন। হাল ছাড়বেন না। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement