Shani Vakri 2025: শনি বক্রির ফলে ভাগ্যোদয় ৩ রাশির, ৫ মাস দারুণ কাটাবেন

২০২৫ সালের জুলাই মাসে শনিদেব আবার তাঁর গতি পরিবর্তন করতে চলেছেন। এই পরিবর্তন তিনটি রাশির জন্য হতে পারে অত্যন্ত শুভ।

Advertisement
শনি বক্রির ফলে ভাগ্যোদয় ৩ রাশির, ৫ মাস দারুণ কাটাবেনশনি-রাহু যোগ
হাইলাইটস
  • অনেকের মনেই শনিকে ঘিরে ভয় বা দুশ্চিন্তা থাকে।
  • শনি যখন বক্র অবস্থানে যান, তখন সেটা সব রাশির উপর আলাদা আলাদা প্রভাব ফেলে।
  • কারও জন্য তা কষ্টকর হলেও, অনেকের জন্য শনি বক্র অবস্থানে গেলে সেটা বড়সড় লাভ।

জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে ‘ন্যায়ের দেবতা’ বলা হয়। শনি গ্রহের প্রভাব মানব জীবনে গভীরভাবে পড়ে বলে বহু মানুষ বিশ্বাস করেন। শনির অবস্থান পরিবর্তন মানেই জীবনে আসতে পারে বড় রকমের পরিবর্তন। বিশেষ করে যখন শনি বক্র অবস্থানে যান, তখন তা বিভিন্ন রাশির জীবনে বিভিন্ন প্রভাব ফেলে। কারও জীবনে তা কষ্ট বয়ে আনলেও, আবার অনেকের ক্ষেত্রে এই সময় হতে পারে বর্ষার মত লাভের।

২০২৫ সালের জুলাই মাসে শনিদেব আবার তাঁর গতি পরিবর্তন করতে চলেছেন। এই পরিবর্তন তিনটি রাশির জন্য হতে পারে অত্যন্ত শুভ। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতকদের জীবনে এই সময় উন্নতির সম্ভাবনা রয়েছে।

কবে বক্র হবেন শনিদেব?
বৈদিক জ্যোতিষ অনুযায়ী, ১৩ জুলাই ২০২৫ সালের সকালে ঠিক ৭টা ২৪ মিনিটে শনি মীন রাশিতে বক্র হবেন। এই বক্র গতি ২৮ নভেম্বর ২০২৫ সকাল ৭টা ২৬ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এই সময়ে শনি তাঁর উল্টো পথে চলবেন, প্রায় ১৩৮ দিন ধরে। এই সময় তিনটি রাশির জাতকদের জন্য শনি হয়ে উঠতে পারেন আশীর্বাদস্বরূপ।

বৃষ রাশি 
শনি বক্র চলায় বৃষ রাশির জাতকদের জন্য এই সময় অত্যন্ত লাভজনক হতে পারে। দীর্ঘদিন ধরে যেসব কাজ মাঝপথে আটকে ছিল, এবার সেগুলি সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীরা এই সময়ে ভাল লাভের মুখ দেখতে পারেন। যাঁরা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে চাইছেন, তাঁদের জন্য এটা উপযুক্ত সময়।

চাকরি ক্ষেত্রেও এই সময় শুভ। পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে। কাজের প্রয়োজনে ভ্রমণ করতে হতে পারে, এবং সেই ভ্রমণ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। অনেকদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সুযোগ আসতে পারে।

মিথুন রাশি 
মিথুন রাশির দশম স্থানে শনি বক্র হবেন। দশম স্থান কর্মক্ষেত্রের সূচক। ফলে মিথুন রাশির জাতকরা পেশাগত ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। যাঁরা ব্যবসা প্রসারের কথা ভাবছেন, তাঁদের পরিকল্পনা সফল হতে পারে।

Advertisement

ভাগ্য সহায় থাকবে, ফলে যেকোনও কাজে হাত দিলেই সফলতা আসবে। সম্পত্তি কেনার পরিকল্পনা সফল হতে পারে। সরকারি প্রকল্প থেকেও আর্থিক বা সামাজিক বেনেফিট মিলতে পারে।

কন্যা রাশি 
কন্যা রাশির সপ্তম স্থানে শনি বক্র হবেন। সপ্তম স্থান দাম্পত্য ও পার্টনারশিপের সূচক। এই রাশির জাতকরা পারিবারিক শান্তি ও ব্যবসায়িক লাভের স্বাদ পেতে পারেন।

দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। ব্যবসা করার ক্ষেত্রে এই সময় লাভজনক হতে পারে। ঘরে ধনসম্পত্তির প্রবাহ বাড়তে পারে।

২০২৫ সালের শনি বক্র গতি বৃষ, মিথুন এবং কন্যা রাশির জাতকদের জন্য হতে পারে অত্যন্ত শুভ। এই সময়ে ভাগ্য সহায় থাকবে, কাজের উন্নতি হবে, পরিবারে শান্তি থাকবে এবং আর্থিক দিক থেকেও উন্নতি হতে পারে। শনিদেবের এই উল্টো গতি হয়ে উঠতে পারে এক নতুন সম্ভাবনার দরজা।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement