Sukra Gochar 2025: মঙ্গলের ঘরে প্রবেশ সুখের দাতা শুক্রের, অর্থ-সম্পদ যোগ ৩ রাশির প্রবল

Sukra Gochar 2025: সম্পদ দাতা শুক্র নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করেন। এই পরিবর্তনের প্রভাব পড়ে ১২টি রাশির জাতকদের জীবনে। শুক্রকে ধন-সম্পদ, ভোগ-বিলাস, সম্মান, প্রেম ও আকর্ষণের কারক হিসেবে ধরা হয়।

Advertisement
মঙ্গলের ঘরে প্রবেশ সুখের দাতা শুক্রের, অর্থ-সম্পদ যোগ ৩ রাশির প্রবলSukra gochar

Sukra Gochar 2025: সম্পদ দাতা শুক্র নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করেন। এই পরিবর্তনের প্রভাব পড়ে ১২টি রাশির জাতকদের জীবনে। শুক্রকে ধন-সম্পদ, ভোগ-বিলাস, সম্মান, প্রেম ও আকর্ষণের কারক হিসেবে ধরা হয়।

বর্তমানে শুক্র মীন রাশিতে অবস্থান করছেন। তবে ৩১ মে ২০২৫ সকাল ১১টা ৪২ মিনিটে শুক্র মেষ রাশিতে প্রবেশ করবেন এবং ২৯ জুন পর্যন্ত সেখানেই অবস্থান করবেন। এই পরিবর্তনের ফলে তিনটি রাশির জন্য বিশেষ সুফল দেখা দিতে পারে।

সিংহ রাশি:
এই রাশির তৃতীয় ও দশম ভাবের অধিপতি শুক্র এবার দশম ঘরে প্রবেশ করবেন। শুক্রের এই অবস্থান কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য এনে দিতে পারে। চাকরিজীবীদের জন্য এটি অত্যন্ত লাভজনক সময় হতে পারে। নতুন চাকরির খোঁজ যাঁরা করছেন, তাঁদের ইচ্ছা পূরণ হতে পারে। দ্রুত উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য বড় অর্ডার আসতে পারে, যা প্রচুর মুনাফার পথ খুলে দেবে। প্রেমজ জীবন ভালো কাটবে। দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে। সুখ-সাম্পদেরও প্রাপ্তি হবে। শরীরও ভালো থাকবে। শুক্রের কৃপায় অর্থ উপার্জন ও সঞ্চয় দুই-ই সম্ভব হবে।

তুলা রাশি:
এই রাশির প্রথম ও অষ্টম ভাবের অধিপতি শুক্র এবার সপ্তম ঘরে গোচর করবেন। এর ফলে বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকলেও ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ফলে কিছুটা লাভও মিলবে। ব্যবসার ক্ষেত্রে প্রচুর মুনাফা আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক পার্টনারের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। প্রেমজ জীবন ও দাম্পত্য জীবন দুটোই ভালো যাবে। সঙ্গীর সঙ্গে মিলমিশ থাকবে। শরীরও ভালো থাকবে।

মেষ রাশি:
দ্বিতীয় ও সপ্তম ভাবের অধিপতি শুক্র এবার আপনার রাশির প্রথম অর্থাৎ লগ্নে প্রবেশ করবেন। এই অবস্থান মিলিত ফল দেবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূরণ হতে পারে। সুখ ও সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে ভালো মুনাফা হতে পারে। চাকরিজীবীরা পদোন্নতি ও বেতন বৃদ্ধি পেতে পারেন। আয়ের নতুন উৎস খুলে যাবে। পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে।

Advertisement

এই রাশিচক্র অনুযায়ী শুক্রের রাশিবদল সিংহ, তুলা ও মেষ রাশির জন্য এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে। সঠিক পদক্ষেপ নিলে লাভবান হওয়ার সুযোগ হাতছাড়া হবে না।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।
 

POST A COMMENT
Advertisement