শুক্র গোচরপ্রেম, সৌন্দর্য এবং সুখের কারক গ্রহ ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার রাত ১০.২৫ মিনিটে মূল নক্ষত্র থেকে নিজেরই পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করে যাবে। আর নিজেরই নক্ষত্রে শুক্রের প্রবেশের ফলে ৪ রাশির জীবনে শুভ দিন আসবে। যার ফলে জীবনে আসতে পারে ইতিবাচক পরিবর্তন। হাতে আসবে অনেক টাকা। পাশাপাশি সম্পর্কে ভাল দিন আসবে।
ভাবছেন নিশ্চয়ই কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়? আর সেই উত্তরটাই দেওয়া হল নিবন্ধটিতে।
বৃষ রাশি
এই সময়টা দারুণ যাবে বৃষ রাশির জাতকদের। তাদের হাতে টাকার বর্ষা হবে। পাশাপাশি সৌন্দর্যও বৃদ্ধি পেতে পারে। এখানেই শেষ নয়, আপনার রিলেশনশিপও দারুণ কাটবে। প্রেম আরও গভীর হবে। মধুর হবে জীবন। এই সময় আপনি অনেক সম্পত্তিও পেতে পারেন। এই সময় জাতকেরা মানসিক শান্তিও পাবেন।
তুলা রাশি
শুক্রের নক্ষত্র পরিবর্তনের জন্য তুলা রাশির জীবনেও নেমে আসবে সুখের দিন। দাম্পত্য জীবনে প্রেম বাড়বে। পাশাপাশি বৃদ্ধি পাবে ঘনিষ্ঠতা। শুধু তাই নয়, সম্পর্কে পারস্পরিক বোঝাপড়াও অনেকটাই বৃদ্ধি পাবে। ব্যবসায় হবে লাভ। এই সময় আপনি মানসিকভাবে ভারসাম্য পাবেন। মানসিক শান্তি ফিরবে।
মকর রাশি
শুক্রের কৃপায় দারুণ যাবে মকর রাশির জীবন। এই সময় আপনি সফল হতে পারেন। যে কাজে হাত লাগাবেন, সেটাতেই ফলতে পারে সোনা।
যেই সব জাতকেরা এই সময় উচ্চ শিক্ষা নিতে চাইছেন, তারা নিজেদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। এমনকী বিদেশে যাওয়ার ইচ্ছেও পূরণ হতে পারে। আপনি নিজের কেরিয়ারে সফল হতে পারেন। পেতে পারেন প্রমোশন। এমনকী এগিয়ে যেতে পারেন কেরিয়ারে। পাশাপাশি যেই কাজটা অনেক দিন ধরে পড়ে ছিল, সেটাও হয়ে যেতে পারে। ফলে জীবনের সমস্যার হবে সমাধান।
মীন রাশি
শুক্রের জন্য দারুণ কাটবে মীন রাশির জাতকদের জীবনও। আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। প্রেমের সম্পর্কে একে অপরের উপর আকর্ষণ বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, অবিবাহিত জাতকদের জীবনে এই সময় নতুন সম্পর্ক তৈরি হতে পারে। পাশাপাশি এই সময় হাতে আসতে পারে অনেকটা টাকা। অর্থাৎ সব মিলিয়ে ভাল যাবে মীন রাশির।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।