২৯ জুন, দুপুর ১টা ৫৬ মিনিটে রাশি পরিবর্তন করতে চলেছেন শুক্র দেব। জ্যোতিষশাস্ত্রে, শুক্রকে সবথেকে শুভ গ্রহ হিসেবে ধরা হয়। প্রেম, সম্পদ, বিয়ে, ভোগ-বিলাস, শিল্প এবং কোমল ব্যবহারের প্রতীক এই গ্রহ। জন্মছকে শুক্র যদি শক্তিশালী হয়, তবে জাতকের জীবনে সাফল্য, প্রেম, আর্থিক উন্নতি এবং শিল্পকলার বিকাশ ঘটে।
কিন্তু শুক্র দুর্বল হলে সম্পর্ক, ক্যারিয়ার ও অর্থনৈতিক ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিতে পারে। সেই কারণেই শুক্রের এই রাশি পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ, শুক্র এবার বৃষ রাশিতে প্রবেশ করছে। এর ফলে তিনটি রাশির জাতকদের জীবন বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।
মেষ (Aries): শুক্রের এই রাশি পরিবর্তনের প্রভাবে মেষ রাশির জাতকদের ভোগ-বিলাস বা আরামপ্রিয় জীবনে ব্যাঘাত ঘটবে। খরচ বাড়বে। সঞ্চিত অর্থ কমে যেতে পারে। এই সময় কোনও রকম বিনিয়োগ করা থেকে বিরত থাকাই ভাল। ব্যবসার ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে। কর্মক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনও ঝামেলায় পড়তে পারেন।
মিথুন (Gemini): এই রাশির জাতকদের বৈবাহিক জীবনে টানাপড়েন দেখা দিতে পারে। গাড়ি বা যেকোনও যাতায়াত মাধ্যম ব্যবহার করার সময় বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। যারা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত, তারা কাজের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই-বোনদের সঙ্গে সম্পর্কেও প্রভাব পড়তে পারে। নতুন বাড়ি বা গাড়ি কেনার ইচ্ছে থাকলেও এখনই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।
ধনু (Sagittarius): এই রাশির জাতকদের সম্পর্কে প্রেমের অভাব দেখা দেবে। দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে। অফিসে শত্রুরা কৌশলে বাধা সৃষ্টি করতে পারে। এই সময় খুব বেশি রেগে গেলে কথার মাধ্যমে সম্পর্ক নষ্ট হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে তর্ক-বিতর্কের সম্ভাবনা রয়েছে। তাছাড়া সফরের পরিকল্পনা থাকলে তা এই সময় পিছিয়ে দেওয়া ভাল, কারণ তা ক্ষতিকারক হতে পারে।
শুক্রের রাশি পরিবর্তন যেমন কারও জীবনে শুভ ফল আনবে, তেমনই কিছু রাশির জন্য তা চাপের পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষ করে মেষ, মিথুন ও ধনু রাশির জাতকদের জন্য এই পরিবর্তন কিছুটা কঠিন সময় আনতে পারে।
দ্রষ্টব্য: রাশি, জ্যোতিষ, ধর্ম সংক্রান্ত প্রতিবেদনগুলি লোকমতভিত্তিক। প্রকাশক-সম্পাদক এগুলির সত্যতা নিশ্চিত করে না।