শুক্র উদয়ধন, সম্পদ এবং সুখ প্রদান করে শুক্র। আর এই গ্রহ ৩১ ডিসেম্বর অস্ত হয়ে গিয়েছিল। তবে ভাল খবর হল, ১ ফেব্রুয়ারি থেকে মকর রাশিতে উদয় হবে শুক্রের। আর জ্যোতিষ মতে, শুক্র উদয় হলে কিছু রাশির জীবনে ভাল সময় শুরু হয়ে যায়। আর সেই ট্রেন্ডের অন্যথা এবারও হবে না। শুক্র জেগে ওঠার ফলে তিন রাশির আর্থিক লাভ হবে। কেরিয়ারে এগিয়ে যাওয়া সম্ভব হবে। পাশাপাশি পারিবারিক জীবনে আসবে শান্তি। তাই আর সময় নষ্ট না করে এই ৩ লাকি রাশি সম্পর্কে জেনে নিন।
মিথুন রাশি
মিথুন রাশির জন্য শুক্র উদয় অনুকূল হতে পারে। আপনাদের আত্মবিশ্বাস এই সময় বেশি থাকবে। পাশাপাশি সমাজে আপনাদের ছবি হবে মজবুত। পাশাপাশি নতুন সম্পর্কেও এই সময় তৈরি হতে পারে। যার ফলে জীবনে সমস্যা হবে দূর।
অনেকদিন ধরে যাঁরা প্রপার্টি, দোকান খুঁজছিলেন, তাঁরা পেয়ে যাবেন। ঘর এবং সংসারে ভাল সময় কাটবে। বিবাহিত জীবনের সব সমস্যা হবে দূর।
তুলা রাশি
এই সময়টা দারুণ কাটবে তুলা রাশির। আপনারা জীবন যুদ্ধে এগিয়ে যাবেন। সুখ এবং সমৃদ্ধি আসবে। সম্পত্তি কেনার যোগও রয়েছে। পাশাপাশি কিনতে পারেন নতুন গাড়ি।
ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরাও এই সময় জীবনে এগিয়ে যাবেন। আপনাদের ভাল লাভ হতে পারে। জমি বা প্রপার্টির জন্য হওয়া মামলার এবার নিষ্পত্তি হবে। এছাড়া বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ভাল হবে। পরিবারের সকলে আপনার নির্ণয়ের উপর ভরসা করবেন। শুধু তাই নয়, এই সময় আপনি ধৈর্যবান এবং সহনশীল হয়ে উঠবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।
মকর রাশি
শুক্রদেব আপনার রাশিতেই উদয় হচ্ছেন। তাই এই সময় আত্মবিশ্বাস থাকবে সপ্তমে। পাশাপাশি কেরিয়ারে এগিয়ে যাবেন। বড় কোনও অফারও আসতে পারে।
এই সুযোগে অর্থ ভাগ্য ফিরে যাবে। হাতে আসতে পারে অনেকটা টাকা। পৈতৃক সম্পত্তিও পেতে পারেন। এছাড়া পুরনো কোনও বিনিয়োগও এই সময় রিটার্ন দিতে পারে।
এই সময় মানসম্মান বৃদ্ধি পাবে। ঘরের পরিবেশ থাকবে ভাল। মানসিক শান্তি উপভোগ করতে পারবেন। তাই এখন থেকে ভাল সময়ের জন্য রেডি হয়ে যান।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।